ধোঁয়াটে আকাশ, রক্তে লাল
পঁচিশে মার্চের সেই অশ্রু ঝরা রাত।
তোমরা দাঁড়িয়ে ছিলে, যুদ্ধের ডাকে
মায়ের মুখে ছিল সাহসের প্রগাঢ় অঙ্গীকার।
নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ-
কে ছিল না তবু একাত্তরের যুদ্ধে!
তোমরা ছিলে নীরব শৃঙ্খল ভাঙার,
ছিলে শত্রুর চোখে আগুনের ঝলকানি।
কেউ ছিল রান্নার চুলায় আগুন জ্বালানো,
কেউ তুলে নিয়েছিল রাইফেলের গর্জন।
তারামন, কাঁকন আর মিতিলের মতো
তোমরাও ধরেছিলে মুক্তির অস্ত্র,
স্বাধীনতা ছিল শপথের একমাত্র পথ।
ক্যাম্পের অন্ধকারে আটকে ছিল অনেকে,
তবু মন ছিল স্বাধীনতার দীপ জ্বালানো।
শরীর হয়েছিল নিপীড়নের পাণ্ডুলিপি,
কিন্তু আত্মা ছিল গর্জে ওঠা এক অগ্নিবাণী।
যুদ্ধের পরেও শুরু হয় আরেক যুদ্ধ,
সমাজের চোখে তোমরা ছিলে কলঙ্কের কাঁটা।
মায়ের গর্ভে জন্ম নেওয়া যুদ্ধশিশুরা
পেয়েছিল ঘৃণার ভারী বোঝা।
কিন্তু তোমরা তো বীরাঙ্গনা,
স্বাধীনতার সূর্য তোমাদেরই ঋণী।
আজও দাঁড়িয়ে আছো নিঃশব্দ পাহারায়,
মুক্তির প্রান্তরজুড়ে তোমাদের নাম-
স্বর্ণাক্ষরে লেখা বীরত্বের ইতিহাস।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
কবিতার শুরুতেই পঁচিশে মার্চের ধোঁয়াটে, রক্তিম আকাশের কথা উঠে এসেছে, যা সরাসরি সেই গণহত্যার রাতের নৃশংসতা স্মরণ করিয়ে দেয়। এরপর নারী–পুরুষ, শিশু–বৃদ্ধ সকল শ্রেণির মানুষের অংশগ্রহণের চিত্র তুলে ধরে বলা হয়েছে—একাত্তরের যুদ্ধ ছিল গোটা জাতির যুদ্ধ। তারামন বিবি, কাঁকন বিবির মতো নারী যোদ্ধাদের উদাহরণ টেনে কবি দেখিয়েছেন, কীভাবে নারীরা শুধু পেছন থেকে সহযোগিতা করেননি, বরং অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। একই সঙ্গে তাদের আরেক গুরুত্বপূর্ণ ভূমিকা—যোদ্ধাদের সেবা, পরিচর্যা এবং আশ্রয় দেওয়ার দিকটিও স্পষ্ট হয়েছে।
কবিতায় বীরাঙ্গনাদের বন্দিত্ব, নির্যাতন ও অবমাননার নির্মম ইতিহাসও উঠে এসেছে অত্যন্ত মানবিক ব্যথা নিয়ে। “শরীর ছিল নিপীড়নের পাণ্ডুলিপি”—এই চরণটি পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বর্বরতার এক শক্তিশালী প্রতিচ্ছবি। যুদ্ধ শেষে সমাজের অবহেলা, লাঞ্ছনা এবং যুদ্ধশিশুদের প্রতি ঘৃণার দায়ও কবি তুলে ধরেছেন, যা মুক্তিযুদ্ধ-পরবর্তী বাস্তব চিত্রের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়।
শেষে কবিতা বীরাঙ্গনাদের সত্যিকারের মর্যাদা প্রতিষ্ঠা করে। বলা হয়েছে—স্বাধীনতার সূর্য তাঁদেরই ঋণী। যাদের শরীরে ক্ষত ছিল, কিন্তু আত্মায় ছিল আগুন—তাদের নামই স্বর্ণাক্ষরে লেখা বীরত্বের ইতিহাস। পুরো কবিতাটি তাই মুক্তিযুদ্ধের বীরত্ব, বেদনা, ত্যাগ ও মানবিকতার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ একটি গভীর অনুভবময় প্রতিচ্ছবি।
১১ আগষ্ট - ২০২৩
গল্প/কবিতা:
২৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।