পরগাছার নীলনকশা

পরগাছা (আগষ্ট ২০২৫)

মোহাম্মদ শাহজামান
  • 0
  • ২৫
ফাইলের পাতা ভাঙে না,
চোখে ভাসে নীলনকশা।
জমির খতিয়ান ঘুরে ঘুরে,
হাতের কাছে হয় না আশা।
পরগাছার মতো লেগে আছে,
দ্বারে দ্বারে, দালানে দালানে।
সুদখোরের ছায়া ঘুরে বেড়ায়,
মানুষের ঘাম খেয়ে বাঁচে।
কৃত্রিম সংকট বুনে বুনে,
জীবনের গন্ধ মুছে দেয়।
মিথ্যার সুরে মিষ্টি কথা,
হৃদয়গুলো ছেঁড়ে ফেলে।
ফুল ফোটে মায়ায়, তবে বিষও,
জীবন ধীরে ধীরে খেয়ে ফেলে।
শোষণের এই বৃত্ত নেই শেষ,
পরগাছার নীলনকশা জড়িয়ে।
সবার মাঝে লুকিয়ে থাকে,
হাতছাড়া করে ভবিষ্যতকে।
এরা শুষে নেয় স্বপ্নের রক্ত,
কোনো ফুল নয়, বিষফোঁটা তারা।
তবু একদিন কাটবে আঁধার,
গাছ ফাঁকা হবে পরগাছা থেকে।
সত্যের আলো ফুটবে আবার,
মাটিতে বিকশিত হবে আশা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মেহেদী হাসান মারুফ আপনার এই লেখা যেন হয় প্রতিটা সৎ মানুষের জন্য অনুপ্রেরণা। আমরা হাতে হাত মিলিয়ে সমাজ থেকে এই পরগাছাগুলো ছেটে ফেলতে চাই। চাই উপকারী গাছগুলো বেড়ে উঠুক, সমাজকে ছায়া ও অক্সিজেন প্রদান করুক। শুভ কামনা কবি..!

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এই কবিতাটি সমাজের এমন একটি শোষক শ্রেণিকে নিয়ে, যারা পরগাছার মতো কৃত্রিম সংকট সৃষ্টি করে অন্যের শ্রম, স্বপ্ন এবং সম্পদ শোষণ করে বেঁচে থাকে। তারা ফাইল আটকে রেখে ঘুষ নেয়, সুদে ঋণ দিয়ে মানুষের জীবন দুঃসহ করে তোলে। মিষ্টি কথা বললেও তারা আসলে বিষের মতো ধীরে ধীরে মানুষের জীবনকে ক্ষয় করে। কবিতার মূল বার্তা হলো—যদিও তারা সমাজের মাঝেই লুকিয়ে থেকে স্বপ্ন ও আশা ছিনিয়ে নেয়, তবুও একদিন এই শোষণমূলক পরগাছা শেষ হয়ে যাবে, সত্যের আলো আবার ফুটবে, এবং সমাজে নতুন আশা বিকশিত হবে।

১১ আগষ্ট - ২০২৩ গল্প/কবিতা: ২৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "প্লেন ক্র্যাশ”
কবিতার বিষয় "প্লেন ক্র্যাশ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ আগষ্ট,২০২৫