মহা নেতার মহাকাব্য

পদত্যাগ (জুলাই ২০২৫)

মোহাম্মদ শাহজামান
  • 0
  • 0
আমি এক মহা নেতা,
বুকে আমার শক্তি ভারি;
চাল-ডাল আর তেলের ভাগে,
রিলিফ খাই—কই যে ধরি!
লজ্জা কাকে বলে জানি না,
পদত্যাগে নেই বিশ্বাস;
চেয়ারে বসে ছড়াই আমি,
ভাষণে আঁকি মিথ্যার পাশ।
আমি এক মহা নেতা,
ভোটের দিনে যাই দুয়ারে;
পাঁচটি বছর যায় যে কেটে,
জনতা তো আসে সারির ধারে।
দরজাতে তারা কাঁদে,
আমি শুনি, নিই না জবাব;
ভিড় দেখিয়ে টিভি-স্ক্রিনে,
বলি—"আছি পাশে জনতার সব!"
আমি এক মহা নেতা,
দেশ যাক যেদিকে খুশি;
অর্থনীতি যাক তলানিতে,
আমার মুখে উন্নয়নের কুশি।
টিভি-খবরে ঝলমলে আমি,
পিছনে চাল আর চালাকি;
নেতৃত্ব দিয়ে ছাঁকি সবাই,
মুখে শুধু বুলির ঢাকি।
আমি এক মহা নেতা,
হজে গেলেও ক্যামেরা আগে;
সেলফিতে মুখ, দোয়ায় চোখ,
গামছা মুছে, কান্না ভাগে।
দমে দমে নাম বলি—
"আল্লাহ, তুমি সর্বশক্তি!"
পেছনে দেখি ঘুষের খেলা,
সামনে জাহির পুণ্যবক্তি।
আমি এক মহা নেতা,
মিছিল হয়, হয় প্রতিবাদ;
শ্লোগানে গর্জে উঠে জনতা,
আমি শুনি, তবু নিই না সাধ।
দেয়ালে মুখ আঁকে তারা,
কালির ছোপে মুছে চেহারা;
আমি তবু গদিতে চেপে,
বলি—"আমি জাতির ত্রাণকর্তা!"
আমি এক মহা নেতা,
দেশ চলুক বা চলুক না,
আমি তবু চলি রাজ-ঠাটে,
জনতা যাক ধোঁয়ার পানে।
পদত্যাগ নয়, পদে ঠেকাও,
শাসন আমার গায়ের শিরে;
যেদিন আসবে গণবিস্ফোরণ,
সেদিন বুঝি কেমনে ফিরি!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এই ব্যঙ্গধর্মী কবিতাটিতে এক স্বার্থপর, ক্ষমতালোভী ও ভণ্ড রাজনীতিবিদের আত্মকথন ফুটে উঠেছে। কবির কণ্ঠে "আমি এক মহা নেতা" বলতে বলতে এই তথাকথিত নেতার ভণ্ডামি, দুর্নীতি, ধর্মের মুখোশ, মিডিয়ায় চালবাজি এবং জনতার প্রতি অবহেলার নানা চিত্র তুলে ধরা হয়েছে। এই নেতা— নিজের স্বার্থে রিলিফ আত্মসাৎ করে, ভোটের আগে জনতার দরজায় যায়, কিন্তু পরে পাঁচ বছর তাদের দুর্দশা দেখে না, দেশের অবস্থা যাই হোক, নিজের বিলাসে মত্ত থাকে, ধর্মকে ব্যবহার করে জনমোহন নাটক করে, মিছিল-মিটিং-প্রতিবাদ উপেক্ষা করে ক্ষমতায় জেঁকে বসে থাকে। শেষে সে ঘোষণা দেয়— দেশ ধ্বংস হলেও তার কিছু যায় আসে না, পদত্যাগ তার অভিধানে নেই। কিন্তু কবি ইঙ্গিত করেন, একদিন হয়তো গণবিস্ফোরণের দিন এসে তাকে পালাতে বাধ্য করবে।

১১ আগষ্ট - ২০২৩ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী