রক্তে রাঙা মার্চের প্রভাত, ধ্বনিতে কাঁপে ঢাকা শহর
একটি জাতি জেগে ওঠে, ঝড়ের মতো হয়ে অমর
ভাষার দাবী থেকে জন্ম নেয় স্বাধীনতার শপথ,
একটি পতাকার জন্য জেগে ওঠে সমগ্র জাত।
পাকবাহিনীর বন্দুকের তাক, আগুন ঝরে গ্রামে গ্রামে
চোখের জলে ভেসে যায় মা, হারায় ছেলে দিনে রাতে
নদী জানে, মাঠ জানে, কবরের নিচে চুপচাপ হাওয়া—
বাংলার মাটির প্রাণ গরজে ওঠে, সবার একটাই চাওয়া।
গ্রাম্য স্কুলের তরুণ শিক্ষক, হাতে তুলে নিয়ে বন্দুক
বৃদ্ধ কৃষক দেন তাঁর ধান, বলেন—"যাও, মুক্ত কর সুখ”
নারীরা জড়িয়ে শাড়ির আঁচল, পাঠায় সংবাদ গোপন পথে
সন্তান হারানো মায়ের চোখে মুক্তির আগুন জ্বলে গোপনে।
নদীর পাড়ে, বনের আড়ালে, গেরিলা যুদ্ধ চলতে থাকে
আকাশে উড়ে মুক্তির পায়রা, বুকে সাহস রক্তে মাখে
কোনো ঘরে নেই আলো, তবু আশার প্রদীপ জ্বলে প্রতিরাতে
রেডিও শুনে সবাই: “আমার সোনার বাংলা”—বুকে বাজে তালে।
৭১-এর ডিসেম্বর মাসে, তীব্র আগুনে দিনে রাত জ্বলে
ধ্বংসস্তূপের ওপরে বিজয়ের গান বাজে হেলে দোলে,
পতাকা উড়ে রক্তের রঙে, সবুজে হাসে মুক্ত আকাশ,
নবীন সূর্য ওঠে মহাবিশ্বে—জেগে ওঠে স্বাধীন বাংলাদেশ!
যে রক্তে ভিজল মাটি, পানি পর্বত, সে রক্ত আজও পবিত্র
যে ত্যাগে পেলাম দেশ, সে ত্যাগই চির অমর সবার, অমিত্র,
শহীদদের রক্তের বিনিময়ে আজ আমরা একত্র্রে দাঁড়াই গর্বে,
তাদের নাম লিখা আছে, বাংলার বাতাসের লাল সবুজের দুর্গে।
স্বাধীন দেশে মায়ের কোলে আজ শিশু হাসে মুক্ত আকাশে
তোমার বুকের ধ্বনি বাজে সুরে—“জয় বাংলাদেশের” নিশ্বাসে,
কিন্তু ভুলে যেও না ইতিহাসের জ্বলন্ত ভাষা, কঠিন সময়ের দিশা
মুক্তিযুদ্ধ কোনো গল্প নয়—সে চেতনার উপাখ্যান, অমর আশা।
যতদিন দেশে এই পদ্মা-মেঘনা, যমুনা বইবে নিরবে
ততদিন বীরের কাহিনি জ্বলে থাকবে সবার হৃদয় নীড়ে,
বাংলার মাটি ডাক দেবে—“ওরে, দেশপ্রেমিকের দল,
রক্ষা কর স্বাধীনতার বীজ, যেন না যায় মুছে তার ফল!”
বিজয়ের পতাকা উড়ুক বাংলার প্রতিটি ঘরে ঘরে
স্বপ্ন, পরিশ্রম, এবং সাহসে, নতুন দিন উঠুক জ্বলে
বাংলাদেশ—তুমি চির জাগ্রত, রক্তে লেখা কবিতা,
তোমার নাম উচ্চারণ প্রাণে—মুক্তির চির সঙ্গীতা।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
স্বাধীন দেশে মায়ের কোলে আজ শিশু হাসে মুক্ত আকাশে
তোমার বুকের ধ্বনি বাজে সুরে—“জয় বাংলাদেশের” নিশ্বাসে,
কিন্তু ভুলে যেও না ইতিহাসের জ্বলন্ত ভাষা, কঠিন সময়ের দিশা
মুক্তিযুদ্ধ কোনো গল্প নয়—সে চেতনার উপাখ্যান, অমর আশা।
যতদিন দেশে এই পদ্মা-মেঘনা, যমুনা বইবে নিরবে
ততদিন বীরের কাহিনি জ্বলে থাকবে সবার হৃদয় নীড়ে,
বাংলার মাটি ডাক দেবে—“ওরে, দেশপ্রেমিকের দল,
রক্ষা কর স্বাধীনতার বীজ, যেন না যায় মুছে তার ফল!”
২২ জুলাই - ২০২৩
গল্প/কবিতা:
৩৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী