রাইনা কামিনা

আতঙ্ক (নভেম্বর ২০২৫)

এম. আব্দুল কাইয়ুম
  • 0
  • ৩৫
ঝুপড়ি ঘরে জ্বলে আধা ভাঙা প্রদীপ,
বাইরে সাদা বৃষ্টি পড়ে— টপ টপ টপ।
মাটি ঘরের কোণে জল ঢোকে নিঃশব্দে,
আর সে ভাবে— আজ আবার ভাত পাবে তো?

তার নাম রাইনা কামিনা
বয়স তেরো কমবেশী
বাবা নেই, মা অসুস্থ ঘরে
দিন চলে মানুষের বাড়ি থালা ধুয়ে।

রাতে ঘুম আসে না—ভয়ে আতঙ্ক
দরজাটা ঠিকমতো বন্ধ হয় না,
বাহিরের লোকের চোখে আগুন,
ভেতরের হৃদয়ে যদি হয় ক্ষয়।

রাস্তার কোণে দোকানের ছেলেরা ডাকে—
“এই মেয়ে, হাসো তো একবার”
রাইনা মাথা নিচু করে হাঁটে দ্রুত,
তার পায়ে কাঁটা, মনে ঝড়, একা কান্না করে।

সে জানে, এই দেশে,
এই সমাজে গরিব মেয়ের দেহই প্রথম বিচার হয়,
তার স্বপ্ন নয়, তার চোখ নয়—
শুধু ভয়, শুধু আতঙ্ক জীবন ভরে।

তবুও সে ভোরে ওঠে প্রতিদিন, কাজে যায়
মা’কে বলে— “ভয় পেও না, আমি আছি।”
এই ভয়, এই ক্ষুধা, এই অন্ধকারের মাঝেও
সে বিশ্বাস করে—
একদিন সূর্য উঠবে ঠিকই এই সমাজে
আর তার আলোয় ভয় পালাবে দূরে,
অনেক দূরে, একজন মনের মানুষের
হাত ধরে, জীবন কাঁটাবে দু জনমে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মোখলেছুর রহমান একদিন সূর্য উঠবে ঠিকই এই সমাজে......। শুভকামনা কবির প্রতি।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

রাস্তার কোণে দোকানের ছেলেরা ডাকে— “এই মেয়ে, হাসো তো একবার” রাইনা মাথা নিচু করে হাঁটে দ্রুত, তার পায়ে কাঁটা, মনে ঝড়, একা কান্না করে। সে জানে, এই দেশে, এই সমাজে গরিব মেয়ের দেহই প্রথম বিচার হয়, তার স্বপ্ন নয়, তার চোখ নয়— শুধু ভয়, শুধু আতঙ্ক জীবন ভরে।

২২ জুলাই - ২০২৩ গল্প/কবিতা: ৩৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "মুক্তিযুদ্ধ”
কবিতার বিষয় "মুক্তিযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৫