বয়স উনত্রিশ ছুঁই ছুঁই। তবে ভাবি,
যে বয়সে বাস্তবতা নিয়ে ব্যস্ত থাকার বয়স,
প্রেম রোগ কিভাবে করেছে আমায় গ্রাস,
ওগো বালিকা থেকে কুঁড়িতে পা না দেওয়া সু আ নি কন্যা,
কিভাবে তোমাতে আমি এতোটাই পাগলপারা।
সিডর আইলা তো গেছে বহুদিন
তবে ২০২৪ এ এসে তোমার সেই
ঝড়ে আমি কুপোকাত।
এক এক অজানা ঘূর্ণিঝড়।
শয়নে স্বপনে অলসতায় কিংবা কর্ম ব্যস্ততায়
তুমি ছাড়া আমি নিস্তব্ধ এক নাবিক।
একটু না দেখলে, একটু না শুনলেই, একটু না এলে মনে,
১১ নাম্বার মহা বিপদ সংকেত আমাকে লণ্ডভণ্ড করে দেয়।
জলোচ্ছ্বাসে ভেসে যাই ঐ নীল সমুদ্রে।
আর যদি থাকো সাথে
কথা না হোক, দেখা না হোক,
যদিও একটু ম্যাসেজিং ই বা হয়।
শত চাপে, শত বিষন্নতায়, শত হারানোর বেদনা,
শত লাঞ্ছনা, অপমান, অপবাদ
আমাকে গিলে খেতে পারেনা
ওগো আমার প্রিয়া,
ওগো প্রাণের স্পন্দন।
তুমি ছাড়া আমি
জীবিত তবে মানুষ নয় গাছ বেশে।
সিগারেট বিড়ি কিংবা মদের চুমুকে নয়
আমার পুরো নেশা তুমি নিসা ময়।
ভালবাসি, ভালবাসি, ভালবাসি।
রচনা কালঃ দুপুর ১.১৮-- ১.২৯
বিছানায় শুয়ে শুয়ে
তোমার কথা ভেবেই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোকেয়া বেগম
প্রেম কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো আরো কত কি?
আগের মতো হচ্ছে না কবি। তারপরেও দারুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
প্রেম রোগে পড়লে মনের গহীনে সত্যিকারের ঝড় উঠে যায়। হৃদয়ের বন্দরে সে কি আবেগ।
প্রেম আসলেই অন্য কিছু। বয়স মানেনা
১৯ এপ্রিল - ২০২৩
গল্প/কবিতা:
১৪ টি
সমন্বিত স্কোর
৫.১৭
বিচারক স্কোরঃ ২.৪৭ / ৭.০পাঠক স্কোরঃ ২.৭ / ৩.০
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।