সুচিন্তার খোঁজে

ভালবাসায় গল্পের শুরু (ফেব্রুয়ারী ২০২৩)

রমেন বিশ্বাস
  • 0
  • ৮২
সুচিন্তা সেই যে চলে গেছো,
সাত সমুদ্র তেরো নদীর ওপারে
এই অব্দি আমার ত্রিশের কোঠায় পা রেখে
আমার দুচোখের পাতা এক করতে পারিনি, বিশ্বাস করো!
আমার ভালোবাসার ভালোলাগার স্রোত ঠেলেঠেলে
তোমার কাছে যাবে বলে,
এই অব্দি ত্রিশটি বসন্ত অন্ধ হয়ে গেছে
আমার হৃদয় আঙিনা থেকে
বহুদূরে সীমানার ওপারে।
আমি কি করে বাঁচি বল!
আমার বোবা বসন্ত তোমার হৃদয়
কড়া নাড়াতে পারিনি,
এ আমার এক বন্ধ‍্যা সময়।
আমার দুঃখগুলোকে কুচিকুচি করে কেটে
সূর্যের কাছে নিক্ষেপ করে বলি।
হে সূর্য, ভালোবাসা দিলে পোড়াও কেন?
সাগরের প্রতিটি পরতে পরতে,
আমি খুঁজে বেড়াই তোমাকে।
বিশ্বাসের দীর্ঘনিঃশ্বাস নিয়ে শীতল বায়ু
আমাকে স্পর্শ করে বলে,
তুমি কি খোঁজো,বন্ধু আমার?
আমি উত্তর দিই, আমার চোখের জলে নদী সাগর হয়ে গেছে
বিশ্বাস করো, সাগরের সজল আমার দুচোখের জল।
ব্যথায় আমার বুক পাথর হয়ে গেছে
আমার বুকের পাথর আর পাহাড়ের পাথর,
পাশাপাশি মিলিয়ে দেখো এক।
ঘষে ঘষে দেখো আগুনও এক,
আমার চোখের জল আর সাগরের জল,
পাশাপাশি মিলিয়ে দেখো এক।
নোনা,লবণাক্ত।
তোমার কষ্ট বিশ্বাসের কষ্ট,
আমার কষ্ট ভালোবাসার কষ্ট!
আমার বুকে বাঁধ,
রক্তের শিরায় বাঁধ,
আমার নদীতে বাঁধ, পাহাড় সম।
অনুভূতিগুলো আটকে আছে
আমায় দীনতা পাহারা দেয়
প্রতিদিন পাহারা দেয়।
আমি অসহায় সহসা আটকে থাকি,
কি করি,বলো?
ভালোবাসাকে হত্যা করে প্রতিদিন
অভাগ্যের মুগুর মেরে মেরে
আমাকে স্তব্ধ করে দেয়
আমার হাকিম বিশ্বাস
প্রতিদিন আমাকে মৃত্যুর সঞ্জিবনী সুধায়
আমাকে মৃত্যুঞ্জয় করে দেয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী খুবই সুন্দর উপস্থাপন মুগ্ধ হলাম
ভালো লাগেনি ৪ ফেব্রুয়ারী, ২০২৩
Dipok Kumar Bhadra ভাল লিখেছেন। ভোট দিলাম।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০২৩
মাসুম পান্থ চমৎকার
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০২৩
মোঃ মোখলেছুর রহমান অসাধারণ ,শুভকামনা রইল।
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০২৩
পার্থ সোম অসাধারণ শব্দচয়ন
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০২৩

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

সুচিন্তা সেই যে চলে গেছো,

২৩ জানুয়ারী - ২০২৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী