স্বপ্ন পুরন

স্বপ্ন (জানুয়ারী ২০২৩)

Ifa Zinnatara
  • ২৪২
আজ আমার লেখা প্রথম কবিতার বই, হৃদয় ভাঙ্গার শব্দ, একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে।
আমি নীল শাড়ি,নীল চুড়ি আর পায়ে পায়েল পরে বই মেলার এক পাশে দাঁড়িয়ে আছি।
নীল শাড়ির দিকে বার বার চোখ বুলাচ্ছি আর মনে মনে তোকে খুঁজছি।
ঝপসা চোখ দুটো খুঁজে বেড়াচ্ছে তোকে এই মেলার কোন এক প্রান্তে।
আজ হয়তো তোরও কোন লেখা প্রকাশ পেয়েছে।
তুই ও হয়তো আছিস কোন এক দোকানের পাশে।
আজ এ বই মেলায় তোর পছন্দের রংয়ের শাড়ি পড়ে আসতে মন চাইলো।
হয়তো মনের কোন এক কোণ বলছে তোর সাথে দেখা করতে।
কিন্তু যা একবার হারিয়ে যেতে দেয়া হয় তা আবার খুঁজে পাওয়ার বোধ হয় দরকার নেই।
কিছু মানুষ জীবনে আসে আলো নিয়ে,
আবার সেই মানুষটা এমন ভাবে জীবনে আঁধার নামিয়ে আনে জীবনে,
যা জীবনকে আরো পিছন দিক নিয়ে যায়,
বিশ্বাস আর বন্ধুত্ব শব্দটায় ঘৃনা জন্ম দেওয়ায়।
তুই ঠিক তেমন একজন হয়ে গেলি আমার জীবনে।
তাহলে বল,আমি কি করে তোকে খুঁজবো নতুন করে আগের মতন করে,
তোকে ফিরিয়ে দিবো আগের জায়গাটা!
বন্ধুত্ব শব্দটা ঠিক একটা পাতলা স্বচ্ছ কাঁচের মতন।
এটাকে খুব যত্ন করে আগলে রাখতে হয়,যা তুই পারিসনি।
জানি না ঠিক কতটা কষ্ট তুই ও পেয়েছিস,
কিন্তু আমি তো এখন বন্ধু আর বিশ্বাস দুটো শব্দতেই আঁতকে উঠি।
একটা ঐশ্বরিক বন্ধুত্বের যখন মৃত্যু ঘটে,তখন ঐশ্বরিকতার উপর গড়ে উঠা সম্পর্কগুলোর প্রতি প্রচন্ড ঘৃনা জন্ম নেয়।
তখন মনে হয় বন্ধুত্ব শব্দ বলতে পৃথিবীতে আসলে কিছু নেই।
আর এটাও মনে হয় ছেলে মেয়েতে কখনো বন্ধুত্ব হয়না।
তোর যখন প্রথম স্বপ্ন পূরন হয় এই বই মেলায়,
তখন আমিও তোর পাশে ছিলাম না,
কিন্তু আমি জেনেছিলাম তোর প্রথম প্রকাশিত বই খানার গল্প।
আমি তোর সবটাই জানি,কিন্তু কখনো বিশ্বাসঘাতকের সামনে দাঁড়াতে চায়নি।
চাইনি ছুটে যেয়ে তোকে জড়িয়ে ধরতে,তোর স্বপ্ন পূরণের সঙ্গী হতে।
আমাকে পুঁজি করেই তোর রচিতসম্ভার,কিন্তু আজ আমি- আমরা অনেক দূরে।
কেন জানি এত চেষ্টা করেও তোকে ক্ষমা করতে পারিনি ঠিকই,
কিন্তু বই মেলায় তুই অসুস্থ হওয়ার খবরে মনের অজান্তেই তোর সুস্থতা কামনায় দুহাত তুলেছিলাম সৃষ্টিকর্তার দরবারে!
হয়তো আজো হৃদয়ের কোন এক কোণে তুই শব্দটার বসবাস।
তোর প্রতি হাজারে ঘৃনার মাঝে, বন্ধুত্ব শব্দটা হয়তো কোথাও না কোথাও বেঁচে আছে,হয়তোবা!
আজ আমার স্বপ্ন পূরণের ক্ষনে তোর কথা মনে পড়ছে,কেন জানি,কে জানে কেন মনে পড়ছে।
তোর সৃষ্টি তে আজো আমারই পদচিহ্ন, কিন্তু আমার এখানে তুই যেন নাই কেন।
যদি তোর ইচ্ছে হয় তবে দূর থেকে,মুখ ঢেকে আমায় দেখে যাস,
তোর পছন্দের নীল শাড়ি পড়ে নীল পরী হয়ে দাঁড়িয়ে আছি, অনেক পাঠক পাঠিকার ভীড়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অত্যন্ত সুন্দর শব্দচয়নে অপূর্ব কথামালায় রচিলেন মান্যবর কবি।
মাসুম পান্থ - চমৎকার উপস্থাপন করলেন কবি। আমার পাতায় আমন্ত্রণ রইলো।

১৭ ডিসেম্বর - ২০২২ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪