সেদিন আমি কিশোর প্রেমিক

বন্ধুত্ব (নভেম্বর ২০২২)

বুড়ো সাধু
  • ১১
  • 0
  • ৫৭
পূব পাড়ার ওই দোকানটাতে আর যাইনি জানো!
সাতাশ বছর একটিবারও আর চাইনি ফিরে
ওখানটায় ওই দোকানটাতে এখনো সদাই কেনো?
শিমুল গাছটি লাল হয়েছে আবার আকাশ চিঁড়ে?

সেদিন আমি কিশোর প্রেমিক প্রথম প্রেমের ঘোরে
শিমুল ফুলে পুঁজেছিলাম তোমায় উজাড় কোরে

তোমার মধ্যে দেখেছিলাম নতুন মহাদেশ
ক্লান্ত নাবিক পাগল ছিলাম একটু ডাঙা খুঁজে
জলের তলে তলিয়ে যাই জীবন যে প্রায় শেষ
ঠিক তখনই দেখেছিলাম তোমায় দু-চোখ বুঁজে

সেদিন আমি কিশোর প্রেমিক প্রথম প্রেমের ঘোরে
শিমুল ফুলে পুঁজেছিলাম তোমায় উজাড় কোরে

দীঘির পাড়ে, জলতরঙ্গের জনসভার মতো
সেদিন আমার কিশোর প্রেমের প্রথম জোয়ার ওঠে
তোমার কাছে বেদিমূলে প্রাণ দিতে উদ্যত
আমার সকল কথা ছিলো নীরবতার ঠোঁটো

পুলের ওপর দুপুর রোদে সূর্য মেখে তুমি
মিতুর সাথে থমকে ছিলে একমুহূর্ত হেসে
পেছন পেছন ছিলে বলে ডেকেছিলো রুমি
চেয়েছিলে দ্বিধায় তুমি পেছন ফিরে শেষে

সেদিন আমি কিশোর প্রেমিক প্রথম প্রেমের ঘোরে
শিমুল ফুলে পুঁজেছিলাম তোমায় উজাড় কোরে

এখনো কি হাঁটতে তুমি অমন ছন্দ তোলো;
নদীর মতো নরম ঢেউয়ে দু-কূল জলে ছুঁয়ে?
তোমার বরকে আমার কথা কোনো রাতে বোলো
উদাস হয়ে হালকা চালে তার পাঁজরে শুয়ে:

"সেদিন আমি কিশোর প্রেমিক প্রথম প্রেমের ঘোরে
শিমুল ফুলে পুঁজেছিলাম তোমায় উজাড় কোরে"

কাল মনেহয় দেখেছিলাম তোমার ছেলেটিকে
তোমার মতো সুশ্রী মুখটি অহংকারি বড়ো
তখন আকাশ প্রায়ান্ধকার সূর্যের আলো ফিকে
তুমিও যে ছিলে সেথায় লুকিয়ে জড়োসড়ো

হাতে তোমার ফুল ছিলো না কষ্ট হলো দেখে
এও মনে নেই? কবরখানায় কী ফুল আনতে হবে!
সাতাশ বছর আর আসোনি চোখের জলে মেখে
কাঁদলে তুমি স্মৃতির দায়ে একান্ত নীরবে

না না তুমি ফুল নিও না, সাতাশ বছর পরে
এ ফুল তুমি নাওনি বলে প্রথম ব্যর্থতায়;
বুক পকেটে ফুল নিয়েই আর ফিরিনি ঘরে
হাত দিও না, এ ফুল ফোটে তোমার লাঞ্ছনায়

সাতাশ বছর আর উঠিনি জীবন গেছে শুয়ে
তুমি আসায় সজাগ হলাম সেদিন সন্ধ্যাকাল
দেখলাম তুমি বউ হয়েছো দু-ঠোঁট গেছে ধুয়ে
আমার জন্য অপেক্ষা কি করলে মহাকাল?

বুক পকেটে যে ফুল ছিলো সাতাশ বছর ধরে
এখন সে ফুল অভিমানে শিমুল গাছের গুঁড়ি
আর এসো না, তুমি এখন পরপুরুষের ঘরে
তোমার হাতে দেখতে হলো পরপুরুষের চুড়ি

মনে পড়ে?
পুলের ওপর দুপুর রোদে সূর্য মেখে তুমি
মিতুর সাথে থমকে ছিলে একমুহূর্ত হেসে
পেছন পেছন ছিলে বলে ডেকেছিলো রুমি
চেয়েছিলে দ্বিধায় তুমি পেছন ফিরে শেষে

সেদিন আমি কিশোর প্রেমিক প্রথম প্রেমের ঘোরে
শিমুল ফুলে পুঁজেছিলাম তোমায় উজাড় কোরে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Rebeka Akter Riva পুলের উপর দুপুর রোদে মিতুর সাথে থমকে ছিলো কেনো?? I wanna know????
একটু রহস্য থাক ????
Kobitati onk bar porechi???? But ei incident tai shudhu mone dag kete jay barbar????
Rebeka Akter Riva but porar somoy ami kokhnoi vabini erom kore kobor er kotha uthe ashbe...just oshadharon laglo sotti e.. Onk vlo hoyeche
বুড়ো সাধুর পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। আইডিতে লগইন করতে পারছি না বলে এখান থেকে বলা৷
ফাতেমা জহুরা খুব ভালো লাগলো আপনার কবিতাটি
ধন্যবাদ অনেক
এইচ আর এম প্রান্ত অসাধারণ।
ধন্যবাদ নিবেন
ফয়জুল মহী অনেক অনেক সুন্দর লিখেছেন
অনেক ধন্যবাদ

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

পূব পাড়ার ওই দোকানটাতে আর যাইনি জানো! সাতাশ বছর একটিবারও আর চাইনি ..........

২৫ অক্টোবর - ২০২২ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪