ঘুমায়না বাবার চোখ

বাবা (জুন ২০২৩)

ওমর ফারক
  • 0
  • ৩৫
ঘুমায়না বাবার চোখ- রাত জাগা ডাহুকের মত উঠে
বসে- পুরানো খাটের কোণে, সংকীর্ণ এই পৃথিবীর ,
জরাজীর্ণ ভাবনায় জমে ওঠে ব্যথা, ভরে আসে চোখ
শীর্ণ শরীর নিয়ে পাশে শুয়ে মা- ঘুমায় ওখানে,
ভাংগা বেড়ার ফাঁক দিয়ে তাকায় বাইরে, কেউ দেখেনা
কেউ জানেনা, বাবা জানে-বড় ছেলেটার খাবার টাকা নেই,
মেয়েটার ছাতা না হলে স্কুলে যেতে পারেনা।
বাবা ঘরে থাকতে পারেনা-বাইরে এসে দাঁড়ায় , পুকুরের পাড়ে
জলের মত স্রোত বয় বুকের ভেতর
না! ওষুধ কেনা হবেনা এ মাসেও নিজের জন্য
পুরানো জামাটা দিয়েই চলতে হবে- বাবা আকাশের দিকে তাকায়
মুখ তুলে, বড় অসহায় ভাবে নিজেকে, যে দিন প্রথম
বেসরকারি শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করে
বড় ছেলেটা বায়না ধরে- বাবা, পায়রার বড় ইলিশ আনবে,
বৈশাখি মেলায় নতুন জামা- প্রতি মাসেই ওয়াদা করে বাবা।
বায়না ধরেনা বড় ছেলেটা এখন আর, বুঝতে শিখেছে।
একটা মেঘ উঠে আসে পূব আকাশে- অন্ধকার নামে
ক্ষীণ আলো জ্বলে দূরে,পুকুরের অপর পাড়ে জোনাকি,
নিভু আলো জ্বলে বাবার চোখে ও
কিছু টাকা পাওয়া যাবে পেনশনের, মৃত্যুর আগে অথবা পরে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী সত্য সুন্দর ও সতেজ অনুভব! দারুণ সাহিত্য চিত্র তুলে ধরেছেন এই ধারা যেনো অব্যাহত থাকে অবিরত ।
মোঃ নুরেআলম সিদ্দিকী একটা মেঘ উঠে আসে পূব আকাশে- অন্ধকার নামে ক্ষীণ আলো জ্বলে দূরে,পুকুরের অপর পাড়ে জোনাকি, নিভু আলো জ্বলে বাবার চোখে ও____ ঠিক এ বাবারা এমনি হয়। শুভেচ্ছা কবি। ভোট রইল।
বিষণ্ন সুমন আসলে বাবাদের গল্পগুলো এমনি হয়। সুন্দর লিখেছেন ভাই।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

রাত জাগা ডাহুকের মত উঠে বসে- পুরানো খাটের কোণে, সংকীর্ণ এই পৃথিবীর , জরাজীর্ণ ভাবনায় জমে ওঠে ব্যথা, ভরে আসে চোখ

১৭ সেপ্টেম্বর - ২০২২ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪