স্বপ্নলোকে তুমি

স্বপ্নলোক (অক্টোবর ২০২৩)

Rebeka Akter Riva
  • ১০
  • ৫৭
কল্পনায় এক দুঃসাহসিক স্বপ্ন বুনছি
শত সহস্র বছর ধরে,ভীষণ যতনে।
হয়তো খামখেয়ালি, ভুল ভীষণ।
তবে মানুষ তো ভুলপ্রিয় অনুরাগীই, বলো।
জানো????
আমি স্বপ্ন দেখি এক নাবিকের কাল্পনিক হাত,
স্বপ্ন দেখি সেই হাতে হাত রেখে দিগন্ত পাড়ি দিচ্ছি দুজনে।
যেথায় সময় রয় থেমে নীরবে,
আবেগ বয়ে যায় ক্লান্তিহীনভাবে।

স্বপ্ন দেখি এক নীল রঙের গোলাপ।
যা ভাষাহীন সংলাপের সাক্ষী হয়ে
ফুটে রয়েছে উজ্জ্বলভাবে,বহু শতাব্দী ধরে।

স্বপ্ন দেখি নদীর পাড়ে থমকে থাকা জ্যোৎস্না রাতে
রুপালী চাঁদ দেখার অবর্ণনীয় মুহূর্তকে।

স্বপ্ন দেখি নিস্তব্ধ শহরের বৃষ্টি ভেজা রাতে
এক কবির অসমাপ্ত কবিতার ছবি,
কল্পনায় শুনতে পাই সেই কবিতার ছন্দ।

----এরকমই দুঃসাহসিক স্বপ্নের অনুরণনে
কেটে যায় আমার প্রহর।
বিশ্বাস করো,এ কোন পিছুটান
আমি পারি নি তা আবিষ্কার করতে।
আমাকে আলোর মতো ভুল বুঝো না।

এই অবারিত স্বপ্নকে স্পর্ধা মনে করো না।
এটাতো বাষ্পের মতো,
যাকে ছোঁয়া যায় না।
অবহেলায় ফেলে দিও না,
অনুভবে জায়গা দিও।

হয়তো তোমার আকাশকে রাঙিয়ে দিবে
তোমার ভুবনে সুবাসও ছড়াতে পারে।

একে ভুলবশতও ফেলে দিও না।
কিংবা,ছেড়ে দিও না সন্ধ্যা সমীরণে,
অনুভবে জায়গা দিও,
জায়গা দিও অনুভবে।।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী চমৎকার অনুভূতির প্রকাশ করেছেন কবি।
Tarun Chowdhury চমৎকার লেখা।
বিষণ্ন সুমন ওরে বাপ, বেশ লেখেন তো। ভারী রোমান্টিক আপনি। শুভ কামনা রইলো।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এখানে এক কল্পনার তুমিকে স্বপ্নে তুলে ধরা হয়েছে

১০ সেপ্টেম্বর - ২০২২ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪