কদম ফোটা এক গাছের আড়াল থেকে
তাকে প্রথম দেখেছিলাম নুপুর পায়ে ভিজতে।
বৃষ্টিস্নাত সেই শহর আর তার পায়ের নুপুর
আমার হৃদয়কে আলিঙ্গন করে নিয়েছিল বেশ যতনে।
অনেক ভাবনার পর আমি বুঝলাম
আর যাই হোক, এ আমার মোহ না,
তাকে নিয়ে আমার যত আল্পনা কল্পনা
আর ছন্দহীন ভাবে লিখে যাওয়া কবিতা।
সেই নাটকীয় সূচনা,
নীল খামের চিঠি আর,
আর একটি মাত্র গোলাপ।
আমার অগাছানো উপন্যাস জুড়ে তার আলাপ।
তবে অপ্রাপ্তি আমায় এবার ছুঁতে না পারলেও
ছুঁয়েছিল সূচনার ভয়ংকর উপসংহার।
তাকে পরাজয়ের গ্লানি থেকে মুক্ত করতে
একরকম অনীহা থেকেই পিছিয়ে গেলাম
তার দেখানো কারনকে মিথ্যা প্রমাণ করতে।
"বিষাদময় হোক তোমার জীবন"
প্রেয়সীর শেষ চিরকুটকে ভিজিয়ে দিয়ে গেলো
ফিরে আসা আরেক শ্রাবণ।
কবিতায় আজ হিসেব কষছি
সূচনার নাকি সমাপ্তির??
কোন বৃষ্টিটা অভিশপ্ত অণূঢ়ার মতো
ভিজিয়ে দিয়ে গেলো আমার জীবন??
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।