রক্তাক্ত পৃথিবী

ভয় (সেপ্টেম্বর ২০২২)

muhammad muhib
  • ৪৯
ঊর্ধ্ব গগনে, কেয়ারী, উঠোনে কেন এ ক্রুদ্ধ যান
হিংস্র ভজন উন্মাদ গতি ঝরে হায় লাখো প্রাণ
অসূয়া বারুদ নিন্দার গুলি থর থর থর ধরণী
বিধবার টিক কপোলে লিখে হাজারো ঘরে ঘরণী
অনুবেদনে নবীন পত্র গোধূমিয়া রূপ ধরে
জলমুক্ ,অগ্নিশিখার বৃষ্টি হয়ে ঝরে
জলমুক্= মেঘ
পর্বত বুকে কাপন উঠে ব্যথার আছুতে ভিজিয়া
অর্ণব তোলে ঊর্মি উতলা দগ্ধ শ্বাসে ফুঁসিয়া
ছিন্ন আঁচল গুমরে কাঁদে ধরিয়া নবোঢ়া স্কন্ধে
অঙ্গমাঝে লুটোপুটি খায় রোরুদ্যমান ছন্দে
নির্গৃহ শিশু ধুলোর চাঁদরে ক্রঁদে ওরে গড়াগড়িয়া
এতিমেরা করে মরু, মৃত্তিকা শোকের অনলে পুড়িয়া
নির্ধন থালা লুণ্ঠন করে নরকি হস্ত ভাজ
সন্ত্রাসবাদের ধ্বনি প্রতিধ্বনি ঢাকিতে লুটতরাজ
খণ্ড রুটি স্বপ্নাবেশ, বাসনায় নাঙ্গা হাত
বাস্তুচ্যুত
প্রসারিত রয় প্রাত-সায়াহ্নে অকৃতী-ই কাটে রাত
সঙ্ঘাত
ক্ষুধাই যেন অন্ন আজি লাখো কোটি জনতার
হিংসাত্মক কর্মকাণ্ড
শান্তি ক্রীড়ায় ওরা পেল একি নিষ্ঠুর উপহার
শিশুদেরে মায়ে আহারদানে খবরের জলো পাতা
এরই নাম যদি শান্তি হয় –কারে বলে মানবতা ?
আকাশ তলে বসবাস আজি নিয়তির পরিহাস
অপগত সুখ স্মৃতি হয়ে শুধু প্রসবে দীর্ঘশ্বাস
রোদেলা বসন উপহাসে ঢাকে জীবন্ত কঙ্কাল
দুচোখ মাঝে লোনাজল শুধু ঢেউ তোলে উত্তাল
মাশরিক থেকে মাগরিব যেন রাক্ষস বেষ্টিত
শান্তি নিবাস দিকে দিকে আজ নির্বাধ লুণ্ঠিত
নিরীহ শিকারে ঝাপিয়ে পড়ে হায়নারা দলে দল
অনূঢ়া পায়ের নিক্কণ ছিনে অসুরের কামানল
ঘুম ঘুম আঁখি নির্ঘুম রহে প্রিয়জন প্রহরায়
তবু আচানক আসি ক্রূরমতি গোলা স্বমূলে বধি যায়
চৌদিকে ঐ শোক চিৎকার হায় রে দুর্নিবার
বুকের মাঝে জ্বলন ধরায় আরশী ফেরেশতার
ছিন্ন দেহ, রক্তের দাগ ভুমি লয় ভীম সাঁজ
হায়নারা আঁকে পথে পথে একি নিষ্ঠুর কারুকাজ
পথে প্রান্তে নিরলস ধ্বনি স্বজনের হাহাকার
উদ্বৃত্ত প্রাণ সদা শঙ্কায় নিস্তব্ধ অবতার

মুখে মুখে যারা বর্ণ বিকে, নাশ হোক সন্ত্রাস
বাহুবলে ওরাই করিতে চায় ধরণীরে ক্রীতদাস
পৃথিবী হচ্ছে ওদেরই কৃপায় ভয়ানক অস্ত্রাগার
ওদের জঠরেই জন্ম লাখো সন্ত্রাসী যোদ্ধার
আজো বিশ্বজুড়ে কর্ণে বাজে অকুণ্ঠ বর্ণবাদ
স্বার্থের তরে পোষে কারা এ অসভ্য সংঘাত
প্রোথিত বুলেট বুকে বুকে শত মেলিয়াছে ঘৃণা শাখা
ভীতি বিস্তারে দাবিয়ে ওদেরে কত কাল যাবে রাখা
স্বজন রক্তে প্লাবিত ওরা হবে কালে অপ্রতিরুদ্ধ
ধরণীর বুকে দংশিবে আবার নব এক মহাযুদ্ধ
নরকঙ্কালে গড়া যে প্রাসাদ কালে হবে তা গ্রাস
লোহিত রঙে রচিত হবে ধ্বংসের ইতিহাস
নিলিন করে লাললিপ্সা জখমি ভূকম্পন
সিংহাসনে জ্বালবে আগুন ক্ষোবের উদ্গিরণ
ভগ্ন দালান অভিশাপ রচে অবনত সিজদায়
বজ্র মাঝে ধ্বনি তার শুন গর্জিতে শুনা যায়
জীবন মূল্যে প্রার্থনা “চাই মাথাগুজিবার ঠাঁই’
জবাব দেবে কে ওদের এ অধিকার কেন নাই
বক্ষে দহন সব হারানোর উদরে চণ্ড ক্ষুধা
তবুও যারা চায় না হতে মা দেশ থেকে জুদা
পরকীয় শব্দে কেন ওরাই খাবে গালি
হানবে কেন স্বত্ব ওদের লুলুভ চোরাবালি
পায় না কেন শতাব্দী পর জাতীর পরিচয়
বাঘ-সিংহের সঁচয় জুগে কেন এ সংশয়
কুকুরের গায়ে চুমু দেয়া যবে মহাত্মার খোশনাম
মানুষের চেয়ে বেশী কেন হয় তেলখনি, ভূমি দাম

হিংস্র পাষাণ জঘন্য সেই নরভুক হিটলার
দেশে দেশে কেন স্বমহিমায় ফিরে আসে বার বার
যে জাতি মানে ধর্মের বাণী “জীব হত্যা মহাপাপ”
তারা কেন খোঁজে স্বজাতির মাঝে নরহত্যায় মহালাভ ?
গণহত্যার খেলা রূপ দিতে ওরা মনোপলি গ্যাম্বল
নিরস্ত্রদের সাজিয়েছে দেখ “টেররিস্ট সিম্বল”

গলিজ দেহের বিকট গন্ধ বীভৎস নর্দমা
পরাজিত আজ বর্বরতার ইতিহাস, উপমা
ওরে অভিশপ্ত সর্বগ্রাসী
তোরা লক্ষ গৃহে আগুন জ্বালিয়া খোঁজ স্বর্গের হাসি
দগ্ধাকুটির অঙ্গারে গাঁথা, উপহারে শোকমালা
বিশ্ববিবেক চেয়ে দেখে শুধু জ্বালাওপোড়াও খেলা
মিথ্যে সকল মুক্তির গান শান্তির আহ্বান
রক্তকালিতে লিখে চলা শুধু বর্বর উপাখ্যান
বিশ্ব বিবেক পাথর যেন নেই কোন প্রতিবাদ
নায়কেরা আজ চুড়ি পড়া তাই ভিলেনেরা উন্মাদ
শোষণের যুগে “নিরায়ুধ” যেন মূর্খতা, অপরাধ
আবার দুর্বলেরা সন্ত্রাসী হয় বর্ষিয়া প্রতিবাদ
নাকি ধুলো দিয়ে চোখে গড়ার স্বপ্ন শিল্পের বিল্ডিং
খড়কুটোর ন্যায় লহরীর বুকে ভাসে আজ শত লাশ
আজো ধরণী চোখে হয় নাই তবু প্রহেলিকা উদ্ভাস
পৃথিবীর বুকে ক্ষতবিক্ষত সর্বহারা যত
রক্তস্নাত প্রশ্ন ছুড়ে আর কত প্রাণ চাই তোমাদের
আর কত
শান্তির কোন লক্ষ্যে গড়া এ লাখো লাশের উদ্যান
কেন ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগান, রক্তাক্ত আরাকান
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
maruf hossain চমৎকার উপস্থাপনা। ভাল লাগলো।
ভালো লাগেনি ২৯ সেপ্টেম্বর, ২০২২

২১ আগষ্ট - ২০২২ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪