শূণ্যতা

ভয় (সেপ্টেম্বর ২০২২)

Nilufar Ghani
  • 0
  • 0
  • ৪০
আজি বহুকাল পরে,
হঠাৎ হারানো ধুমকেতুর লহরে,
ধুলির আলপনাগুলো ফেলে,
কিছু প্রহরের ভাস্বরতা নিয়ে উদিত হলে!
কত প্রতীক্ষিত প্রহরে
পাপঁড়ি পাতার তৃষা
তোমাকে খুঁজেছে বারে বারে!
মরুভূমির বুকে বৃষ্টির অন্বেষা,
সুপ্ত ছিল হয়তো বা হৃদয় গগনে।
লীন হয়ে গেছে সেই ঝরা লগনে;

যখন শত প্রসূনের ভিড়ে
সাজানো কাননের প্রার্থিত রঙ্গনা
প্রস্ফুটিত হয়েছে কারো পাপড়িপাতার নীরে।
শব্দহীন শুণ্যতায় ভরে গেছে অদৃশ্যমান আঙ্গিনা,
কিছু অনুক্ত শব্দমালা ফিরে গেছে অন্তরলোকে
ঝিনুকের শুক্তি হারানোর শোকে।
হয়তো বা কোন রৌদ্রঝরা অনুপলে,
নীলাদ্রীর ক্রোড়ে মায়াভরা উপলে,

প্রকৃতির কাজল লেগেছিল নয়নে।
মুগ্ধতার বেষ্টনী ঘেরা ছিল সেই অজানা অয়নে!
কিছু ক্ষণ, কিছু প্রহর,
তুলেছিল কিছু লহর।
কিছু অনুভূতির অনুরণন,
আবেশিত করেছিল অনুক্ষণ।
কিছু গ্রোথিত আবেগ,

চুপিসারে এঁকেছিল একটি চিত্রলেখ।
নীরব কাঁটাঁকুটিতে হয়েছিল তার ক্ষয়,
সৃস্টি করেছিল এক অবাঞ্ছিত শূন্যতার বলয়।
আজও সেই অন্তশীল শূন্যতার দহনে,
আমার সীমান্ত বাতায়নে,

কিছু প্রহরের জোৎস্নার আলো
হয়ে যায় অমানিশার কালো।
হাজারো ভঙ্গিলতার খাঁজে,
ধুসর মেঘের ভাঁজে ভাঁজে,
বৃষ্টিকণার রিমিঝিমি নুপুর বাজে;
স্মৃতিগুলো যখন সাজে সাদা কালো কাঁচে।

তোমার শূণ্যতায় শূণ্য হয়ে,
ঝরা সৌরভটুকু বুকে যায় রয়ে।
নিশিদিন ছুটে চলি ব্যস্ততার অরণ্যে,
চুপি চুপি কথা বলি নীরব মহুয়ার সনে।
আজও তা জমা থাকুক-
শঙ্খনীল এর ক্রোড়ে হয়ে একফোঁটা বিন্দু।
রহস্যের মোড়কে অজানা থাকুক,
একরাশ নীরবতার সিন্ধু।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

জীবনের প্রথম প্রহরে কারও কোন ভাল লাগা থাকলে তা হয়তো প্রকাশ করার আগেই নিভে যায়। সেই অপ্রাপ্তি তার মনের মধ্যে কখন একধরণের শূন্যতা সৃস্টি করেছিল, সে হয়তো নিজেই জানেনা। কিন্তু তার চোখের ঈপ্সিত অন্বেষায় সে নিজেই অন্তরে তার বহি:প্রকাশ অনুভব করে। হাজারো ব্যস্ততার তরঙ্গেও সে সেই শূণ্যতা অনুভব করে। আবার অনেক অনেক দিন পরে প্রার্থিত জনের সাথে দেখা হলেও সেই নীরবতার রহস্য আর উম্মোচিত করা হয়না।

১০ আগষ্ট - ২০২২ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪