সাথীহারা জীবন

বৃষ্টি ভেজা (জুলাই ২০২২)

মামুন ইকবাল
  • ৬৩
ধুলায় ধূসর এই মায়াময় পৃথিবীতে এসেছি একা,
মরণের ডাক আসিলে ওপারেও চলে যেতে হবে একা।
এটাই স্রষ্টার বিধান,
এর থেকে নেই কোন পরীত্রান।

সৃষ্টিকুলের জিন, ইনসান, জীব, জানোয়ার, পশুপাখি,
সবারই মাঝে আছে বেঁচে থাকার সাথী।
একাকীত্ব কোন জীবন,
বেঁচে থাকতে অক্ষম।

আমার সব থেকেও আমি এখন সাথী হারা,
একাকী গভীর রাতে অনেক বেদনাই ঝরাই অশ্রুধারা।
যে ছিল আপন সে হয়েছে পর,
আমারে ফেলে সে থাকে অন্য ঘর।

এই রিক্ত ছিন্ন পাষাণ হৃদয়,
যেন অগ্নিসম মরুময়~~~,
প্রেম, সোহাগ, ভালোবাসা, বলে কিছুই নাই,
কেহ আপন করে বুকে দেয়নি ঠাই।

পশ্চিম দিগন্তে সূর্য ডুবে গেছে,
পৃথিবীটা আধারে ছেয়েছে,
এই আঁধার পৃথিবীতে আমি একাকী,
আছি ততদিন, 'যতদিন জীবনটা বাকি।

জীবন সাগরে ভাসিয়েছি তরী,
অভিরাম দুঃখ-কষ্ট-বেদনার ঢেউ কখন যে ডুবে মরি।
একাকীত্ব জীবনে বড় আমি অসহায়,
তবুও বেঁচে আছি যেন কারো মায়ায়।

দুর্গম বন্ধুর পৃথিবীর পথে পথে,
আমার পদচিহ্ন এঁকে যায়।
জীবন চলার পথে,
বারংবার পথ হারায়।

অশান্ত সাগর বক্ষে আমি এক নাবিক,
একাকী বড় অসহায় 'হই' দিশেহারা -দিগ্বিদিক।

ঊষা-সন্ধ্যা, দিবা-যামিনী,
একাকীত্বের বেড়াজালে বন্দি।
মিছে মায়ায় কারো সাথে আর করিনা সন্ধি,
কেউ এসোনা আর করিতে প্রতনার ফন্দি।

জীবন সূর্যটা যদি তলিয়ে যায়,
খুঁজেও পাবে না আর কখনো আমায়।
সাথী হারা পাখিটা সাথীরে শুধু খুঁজে বেড়াই,
কখনো পায় কখনো বা চিরতরে হারায়।

সাতরঙা রংধনুর মত তোমাদের জীবন,
আঁখি ভরে আছে শুধু মধূর, সুখের স্বপন।
আর আমি
নির্মম একাকীত্বের অভিশাপের পাত্রী,
অন্ধকার বিম্বিসার ধূসর জগতের যাত্রী।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী ভীষণ ভালো লাগলো লেখাটি প্রিয়জন। মুগ্ধ হলাম পাঠে পড়ে।
জয় শর্মা (আকিঞ্চন) একাকীত্বের বেড়াজালে আঁটকে গেছেন কবিবর। কিছু জায়গায় বানান ভুল ছিলো। ঠিক বানান ভুল বলবো না। আমার মতামত থাকবে জমা প্রদানের আগে সম্পাদনা ঠিকঠাক করে নিবেন। ভালো লেগেছে। ✌️
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত দাদা , কবিতাটি পড়লাম । বানান ভূল বাদ দিয়ে আমি ব্যক্তিগত ভাবে মনে করি শব্দের ছন্দ আর কবিতাটির মধ্য দিয়ে যে অর্থ , ভাব প্রকাশ করেছেন সেটি আমার কাছে ভাল লেগেছে । ভাল থাকবেন । অনেক শুভামনা রইল ।
মামুন ইকবাল কবিতা লেখার সময় আমার মানসিক অবস্থা ভালো ছিল না। এবং টাইপিং করার সময় বানানো ভুল হয়েছে। কবিতাটি আমার মনের মতো হয়নি। এর জন্য সত্যিই আমি আন্তরিকভাবে দুঃখিত।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

সারাটি জীবন একা একা কেটে গেছে। পাশে কেউ নেই সাথে কেউ নেই। প্রেম ভালোবাসা আদর সোহাগ কোন কিছুই জীবনে আসেনি। দুঃখ কষ্ট যন্ত্রণা এবং একাকিত্বের নাগপাশ থেকে কখনো মুক্তি পায়নি। পৃথিবীর সবার অজান্তে নীরবে অশ্রু ঝরিয়েছি কেউ আমার জীবন সাথী হয়নি। একাকিত্ব জীবন বড়ই অসহায় বেদনাদায়ক।

১১ এপ্রিল - ২০২২ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪