কষ্টের পৃথিবী

বাবা (জুন ২০২২)

মামুন ইকবাল
  • ২৪
  • ১১
  • ১১৭
অসহ্য অসীম কষ্ট সহ্য করে,
'মা' তোমাকে জন্ম দিলেন পৃথিবীর পরে।
একদিন চলে গেলেন পৃথিবী ছেড়ে,
'নবজাতক' তুমি কাঁদো শুধু হাত পা নেড়ে।
'এরপর-
সারাটা জীবন ধরে
কত যে কষ্ট করে
বেঁচে আছো এই পৃথিবীতে।
রোগে শোকে অনাহারে
ঝড়ঝঞ্ঝা, তুফান, সাইক্লোন, টর্নেডোতে,
জীবন তরীর হাল
ভেঙ্গে গেছে বারবার
আসেনি কেউ কভু সান্তনা দিতে‌।

যা কিছু করেছে সৃজন পৃথিবীতে আদম সন্তান,
রাজ্য রাজ সিংহাসন শহর- বন্দর নগর গ্রাম।
এরই মাঝে যা কিছু আছে,
সবি তো কষ্টের প্রতিদান।

কত ত্যাগ কত কষ্ট কত যে জীবন গেছে ঝরে,
তারই ফল উন্নতির চরম সোপান আজ ঘরে ঘরে।
কষ্ট ছাড়া কখনো কিছুই হয়নি সৃজন,
কষ্ট ছাড়া সৌভাগ্য আসে ভাবে কে এমন?

আল্লাহর নবী রাসুল সৌভাগ্য গুনে পেয়েছেন নবুওয়াত,
অক্লান্ত কষ্ট করে মানুষকে দিয়েছেন তৌহিদের দাওয়াত।
বিনা কষ্টে কেউ কখনো হয়নি মহিয়ান,
কেউ হয়নি মাওলানা বুজুর্গ
কেউ হয়নি রাজা বাদশা
কেউ হয়নি মন্ত্রী সেনাপ্রধান,
কষ্ট ছাড়া হয়নি লেখক
হয়নি কবি মহাকবি
সৌভাগ্যের সন্ধান কেউ পায়নি আগাম।

কেউ হয়নি বিজ্ঞানী ডাক্তার,
কেউ হয়নি ইঞ্জিনিয়ার।
কষ্ট ছাড়া কেউ হয়নি সমাজসেবক,
কষ্ট ছাড়া যে পেয়েছে সুখ সে প্রতারক।

কষ্টের সাগরে ভাসতে ভাসতে,
সবাই তো চায় সুখের সাথে বাঁচতে।
কেউ সুখ পায় কেউ পায় না
তবুও সংগ্রামী জীবন থেমে থাকে না।

কতজনের কত যে কষ্ট,
জীবনটাই হয়ে যায় নষ্ট।
কেউ রোগে-শোকে কষ্ট পায়,
কারো ঘরে আহার নাই।
কেউ ফুটপাতে ঘুমাই,
তার বাসস্থান বলে কিছু নাই।
কেউ বিলাসিতা অর্থের কষ্টে ভোগে,
কেউ কদর্য চেহারা নিয়ে কাঁদে।
কেউ প্রেম বিরহের শিকার হয়,
সারাটা জীবন আঁখি অশ্রু বয়।
কেউ ক্ষমতা পদ্ না পেয়ে কষ্ট পায়।
কেউ মান-সম্মান হারালেও কষ্ট পায়।

কেউ স্রষ্টার সৃষ্টি মানবজাতি,
আর সমস্ত কীটপতঙ্গ পশুপাখি,
এদের প্রতি দেখলে নিষ্ঠুর নির্যাতন,
কষ্ট পায় কাঁদে এদের মন।

যে জাতি যত করেছে কষ্ট,
সে জাতি পৃথিবীতে তত উন্নত।
আজ অত্যাধুনিক নব নব আবিষ্কার,
যে করেছে কষ্ট অবদান তার।

ইন্টারনেট, সফ্টওয়্যার, মোবাইল ফোন,
করেছে ব্যবহার কোটি কোটি কোটি জন।
স্যাটেলাইট, রকেট, অত্যাধুনিক আকাশযান,
আরো সাগর বক্ষে ভাসমান।
শত সহস্ত্র প্রকারের বিলাসি জলযান,
স্থলে চলে 'মেট্রোরেল, শত সহস্র প্রকারের যান।

এ সবি শ্রমিকের কষ্টের প্রতিদান।
আজ পৃথিবী থেকে চন্দ্র,
চন্দ্র থেকে মঙ্গলে,
এই মানুষের অভিযান।
এ তো সেই মেহেনতি শ্রমিকেরই অবদান।

পৃথিবীটা হাতের মুঠায়,
তোমার ঘরের কুঠায়।
আনন্দে হৃদয় ভরে যায়,
যাদের কষ্টে হইল এমন শুধু তারা নাই।

অচেনা এক স্বর্গে,
দুর্গম খনির অন্ধকার গর্ভে।
কুড়াল যারা মণিমুক্তা স্বর্ণ হীরা,
অনেকেই জীবন্ত সমাধি হইল তারা।

বাসযোগ্য করে গেল যারা পৃথিবী,
সরণ কি করো তাদের স্মৃতি।
কষ্টের যাতনা সইতে না পেরে,
চলে গেছে তারা পৃথিবী ছেড়ে।

কষ্ট করে রক্ত দিয়ে জীবন দিয়ে,
নব নব সৃষ্টির উল্লাসে মাতিলে যারা।
সীমাহীন কষ্টের শরাব পিয়ে,
আধার পৃথিবীতে জ্বালালে আলোর ঝর্ণাধারা।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra Very nice.
আমার কবিতা আপনার ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ ।বর্তমান সংখ্যায় আপনার কোনো লেখা আছে কি দর্শন করতে চাই। মামুন ইকবাল
Al Shehab এই লেখক কে আমি একটি ভোট দিলাম
কবিতাটি ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ
Al Shehab লেখক এর কবিতা তা টি অনেক ভালো লেগেছে????
Zubaer hossain This is very interesting.So amazing
কবিতাটি ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ
Md Ibrahim Hossain কোবিতাটি সুন্দর
কবিতাটি ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ
Alamin Hossain কবিতাটা খুব ভালো হয়েছে
কবিতাটি ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ
Ruhani Rahman কবিতা খুবই সুন্দর এবং এই লেখককে একটি ভোট দিলাম
কবিতাটি ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ
mafujur Rahman কবিতাটি খুবি সুন্দর হয়েছে।লেখক কে অসংখ ধ্যবাদ
কবিতাটি ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ
Ariba Afrin দাদূ সুন্দর হয়েছে
কবিতাটি ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ
Sohan Hossain ভালো লেগেছে
কবিতাটি ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কষ্ট ছাড়া পৃথিবীতে কোন কল্যাণ বয়ে আনে না। কষ্ট ছাড়া পৃথিবীতে কোন মানব মানবী শিক্ষা অর্জন করতে পারে না এবং পৃথিবীতে কল্যাণ দিতে পারেনা। কষ্টর মাধ্যমে অনাবিল সুখ পাওয়া যায়। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের মাঝে কিছু না কিছু কষ্ট আছে। কেউ অর্থ টাকা-পয়সার অভাবে ক্ষুধার কষ্টে ভোগে। কেউ রোগের শোকের কষ্টে ভোগে। কেউ মনোকষ্টে প্রেম-বিরহের না পাওয়ার কষ্টে ভোগে।

১১ এপ্রিল - ২০২২ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪