মস্তিষ্কের মৃত্যু

প্রত্যাশা (আগষ্ট ২০২২)

সুপ্রিতি ভট্টাচারিয়া
  • ৩৭
ওর আঙুল টা নরছে বলে মনে হচ্ছে না অতনু ? অতনু দেখল এক দৃষ্টিতে তার সন্তান রনের দিকে । ও কিছুই বুঝল না । অতনু তবু মাথা নাড়ল নিনার কথায় ওকে সন্তুষ্ট করতে । নিনা –অতনুর এক মাত্র সন্তান রন । বয়স ১১ ।জীবন্মৃত অবস্থায় হাসপাতালের বিছানায় । ডাক্তার সব আশা ছেড়ে দিয়েছে।ঘোষনা করেছে রনের ব্রেন ডেড বা মস্তিষ্কের মৃত‍্যু।
কিন্তু মা নিনার মনে আশা রন ভাল হয়ে উঠবে । তাই সে সব কিছু ছেড়ে এক ভাবে রনের শিয়রে বসে ওর মাথায় হাত বুলিয়ে চলে । কারন এই পৃথিবীর আবহাওয়ায় সকল প্রাণীই ভুমিষ্ঠ হয় কিছু মনবাসনা পুরনের জন‍্য। এটাই প্রাকৃতিক নিয়ম। এই নিয়মে সবাই আবদ্ধ। এই কারনেই মানুষ সংসার গড়ে। সন্তানের জন্ম ও তাকে ঘিরে নানা রঙিন সপ্ন মনের মধ্যে ‘প্রত‍্যাশা’ করে, তার জীবনে যেটা সে পুরোন করতে পারেনি সেইটা সন্তানের মধ‍্যে ফুটিয়ে তুলতে চায়। আর এই প্রত‍্যাশা টুকু পুরন করার জন‍্যই কত সংগ্রাম জীবের।
হ‍্যাঁ -আমরা যেমন দেখি বনের বাঘ সিংহ থেকে, ঘরের গৃহপালিত বিড়াল কুকুর পযন্ত ছোট্ট ছানা টির গায়ে জিভ দিয়ে চেটে সন্তানের দেহের পরিচর্যা করছে। হয়তো সন্তানটি কিছুক্ষণ বা কিছুদিন এই পৃথিবীর আবহে আছে। কিন্তু মা আশা রাখে সন্তানের দীর্ঘ জীবন। ‘যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ’ প্রচলিত এই কথাটি আমারা সবাই জানি।
ঠিক নিনা- অতনুর জীবনেও আজ তাদের একমাত্র সন্তান রন কে ঘিরে কত আশা। কত প্রত‍্যাশা।যদিও অতনু হাল ছেড়ে দিয়েছে। কিন্তু নিনার এখনো আশা রন আবার আগের মতো ঠিক ঠাক হয়ে যাবে।
কিন্তু এই ভাবে নিনা কি রনকে পৃথিবীর আলোয় ধরে রাখতে পারবে ? অতনুর মনে পরে যায় সেই শুভদিন টার কথা । যখন রনের জন্ম হলো । কে ছিলনা সেই মুহুর্তে অতনুর বাবা মা ,নিনার বাবা মা দাদা দিদি বাড়ি ভর্তি লোক । কত আনন্দের দিন ।
নিনার সাধের দিনিই প্রসব বেদনা ওঠে ,সেদিনই রাতে রনের জন্ম । রন ছোটো থেকেই সুন্দর ফুটফুটে সুন্দর স্বাস্থ্যের অধিকারি । বিশেষ কোন শারিরীক সমস্যা ছিলো না । যা নিয়ে তাদের মনে কোন দ্বন্দ বা অশান্তি ছিলো । ওর যখন ৮ বছর বয়স তখন স্কুল থেকে tour এ দীঘা নিয়ে যায় একদিনের জন্য । সমুদ্রে স্নান করার সময় ঘটনাটি ঘটে । দীঘার সমুদ্র সেদিন খুব উথাল- পাতাল অবস্থায় ছিলো । সাধারনত দীঘার সমুদ্র স্থির ভাবেই বিরাজমান ,কিন্তু সেদিন প্রাকিৃতিক প্রতিকুলতা বশতঃ দীঘা যেন পাগল পার । , তাই স্কুলের প্রতিটি ছেলেমেয়ের সাথে নুলিয়া দিয়ে সমুদ্রে নাবায় স্কুল কতৃপক্ষ্য । সবাইয়ের মত রন ও নুলিয়ার হাত ধরে সমুদ্রে নাবে ।ঢেউ এর সাথে খেলতে তার আনন্দের সীমা পরিসীমা ছিলনা । ঢেউ গুলি আছড়ে যতবার পরছিলো তার ওপর সে চেষ্টা করছিলো ঢেউ গুলির ওপর ঝাঁপিয়ে পরতে । নুলিয়া তাকে তখন বলে ‘ খোকা এরকম করেনা ঢেউ যেমনি আসবে ,তুমি পিছন ফিরে যাবে ,তাতে মজা পাবে ,ওই রকম করলে তোমার লেগেযাবে’। কিন্তু রন এমনিতে খুব দামাল প্রকৃতির ছেলে । ও ওইটাতেই আনন্দ পেতে লাগলো ।দাপাদাপিতেই ওর আনন্দ । এই ভাবে কিছুক্ষণ চলার পর নুলিয়া দেখলো ও আর দাপাদাপি করছে না,থেমে গেছে ।নুলিয়া তখন ভেবেছিল ও বোধহয় হাঁপিয়ে গেছে তখন সে ওকে বলল ‘চলো ,এবার জল থেকে ওঠো’ । নুলিয়া তার হাতটা ধরে টেনে নিয়ে চলতে লাগল । কিন্তু সে দেখল ছেলেটি যেন নিস্তেজ হয়ে গেছে । সে তারাতারি তাকে পাঁজাকোলা করে নিয়ে জল থেকে উঠে এলো । পাড়ে এসে সে চেঁচিয়ে সবাইকে ডাকতে থাকে । সবাই এসে দেখে রন আজ্ঞান হয়ে গেছে সঙ্গেঁ সঙ্গেঁ তাকে হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে ডাক্তার সব রকম টেষ্ট করে দেখে তার ব্রেনে আঘাত লেগেছে । তারা সবরকম চেষ্টা চরিত্র করে সুস্থ করবার জন্য ,কিন্তু ব্যর্থ হয় । তখন ডাক্তার বলে ওকে কলকাতার কোন বড় হাসপাতালে নিয়ে যেতে হবে । এখানে চিকিৎসা সম্ভব নয় । এদিকে রনের বাড়িতেও খবর দেওয়া হয়েছে । অতনু –নিনা এমনি চিন্তিত ছিলো রন বাড়িতে না থাকাতে, যেন অঢেল সময় হাতে কোন কাজ নেই ,মনটা অ-স্বস্তির মধ্যে কাটছিল নিনার । ঠিক সেই সময় ওদের ফোনে এই দুঃসংবাদ টি এসে পৌঁছলো ।
সেইদিনটার কথা নিনা কিছুতেই ভুলতে পারেনা আজও । শরীরের মধ্যে একটা অস্বস্তি জাগে ,মনের মধ্যে ক্রোধ জেগে ওঠে । খালি চিন্তা হতে থাকে তার কি ভুল বা দোষ ছিল যার জন্য তার এরকম দিনের সন্মুখিন হতে হলো ।আত্মীয় স্বজন তখন আস্বস্ত করে তাকে বলে , ‘দেখো ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে’ ,তখন সে ভাবতে থাকে হয়ত তাই । সে সেইটাকেই মনের মধ্যে ধরে রেখে আজ তিন বছর জীবন টাকে হাসপাতাল আর ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রেখে চলেছে । চিকিৎসাশাস্ত্রের কোন দিকিই বাকি রাখেনি রনের চিকিৎসায় অতনু । অতনুও সমস্ত ভাবে নিনাকে সাথ্ দিয়ে চলে । তার মনে কোন আশা না থাকলেও নিনার ইচ্ছে কে সে সন্মান দেয় তার মনেহয় এই আশায় নিনা ভুলে ‍থাকলে অন্তত নিনা সুস্থ থাকবে । সন্তানের আশা সে ছেড়ে দিয়েছে । কিন্তু নিনাকে সেকথা সে বলতে পারে না ।
রনকে সে scientist বানাবে মনে মনে চেয়েছিল । তার ইচ্ছা ছিল রন space research centerএ research করবে । সবই তার জীবনের যে ইচ্ছা গুলি যা সে নিজে পুরন করতে পারেনি ,তা সন্তানের মধ্যে দিয়ে পুরন করার বাসনা । অতনু ছোট থেকে অনেক struggle করে আজ BURN CO.LTD. এর CEO.পদে আছে । মাসে 50,000 Salary .।তার ইচ্ছা সত্যি হত কারন রন ও খুব intellectual ছোট থেকে । তার IQ. Test করে অতনু । সেখান কার report খুবই সন্তোষ জনক । কোন রকম বাধা নাহলে অতনুর ইচ্ছা হয়তো fulfill হতো । কিন্তু একটা দুর্ঘটানা জীবনের মোড় ঘুরিয়ে দিলো । আজ রনের বিছানায় শোয়া ওই চেহারার দিকে অতনু চাইতে পারে না । তারও মনে মনে ধিক্কার আর ক্রোধ জন্মায় নিজের ওপর । মনে হয় কেবলি অতটুকু ছেলে তার, তাকে তারা হারাতে চলেছে ,তারা কি নিয়ে সারা জীবন থাকবে । অতনুর বাবা মা খুব অবস্থাপন্ন ছিলনা ,নিজেরা কষ্টকরেই ছেলেকে বড় করেছে । অতনু নিজেও অনেক struggle করে আজ এই পদে এসেছে ।
বাবা মা গত হয়েছে আজ ৫ বছর হয়ে গেলো । যদি তারা জীবিত থাকতেন ,তাদের এই দিন দেখতে হতো । আর কষ্ট পেতেন । তার মনে পরে, রন হবার আগে থেকেই সে আর নিনা কত স্বপ্ন দেখতো সন্তান কে নিয়ে । তারপর সেই শুভদিন এলো , যেদিন রনের জন্ম হলো । পুঙ্খানু পুঙ্খ ভাবে সন্তান কে নিয়ম কানুন মেনে বড় করেছিলো যেমন যেমন ডাক্তার বা বড়রা বলে,ঠিক সেই সব নিয়ম কানুন তারা ফলো করে । মাসে মাসে child-specialist দিয়ে check-up করানো হতো । কোন ত্রুটি তার শরীরে ছিলো না । রন একটু বড় হবার পর তিন মাস অন্তর তারা বিভিন্ন জায়গায় বেড়াতো । কি সুন্দর ছিলো দিন গুলো তখন ।
এই যে school এর সাথে tour এ রনকে ছেড়ে দেওয়া এটা অতনুর ইচ্ছা ছিলনা । কিন্তু রনের ইচ্ছা আর জেদাজেদির কাছে তখন, ও আর নিনা হার মানে । কান্না কাটি দাপা দাপি করে বাবা মা কে বাধ্য করেছিলো ওকে যেতে দিতে ।সব বন্ধুরা যাবে ও যদি না যেতে পারে সেটা তো হবে না । ওকে যেতে দিতেই হবে, না হলে কারো রেহাই নেই । তাই তারা অনিচ্ছা স্বত্তেও তাকে যেত দিয়ে ছিলো । ওরা এত জায়গায় tour করেছে কিন্তু কোনদিন কোন অঘটন ঘটে নি । তাই এই ঘটনা তার আর নিনার মনে সন্দেহের উদয় হয় । কোন negligence নয় তো ? যাই হোক এই নিয়ে আর জল ঘোলা করতে চায় না অতনু –নিনা ।
এদিকে হসপিটালে ডাক্তার তাদের বলেছে আমাদের সব রকম চেষ্টা আমরা করেছি ,আমরা চাই আপনারা এবার তৈরি হন । আমরা এবার ওর life –supporting গুলো আস্তে আস্তে খুলে দেব । আপনারা তৈরি হন । কিন্তু নিনা তাতে কিছুতেই রাজিনয় । তার ধারনা ওকে USA নিয়ে গেলে ও হয়ত ঠিক হবে । অতনু তখন ডাক্তারের কাছ থেকে এক সপ্তাহ সময় চেয়ে নেয় । ডাক্তার রাজি হয় । অতনু net এবং video calling এর মাধ্যমে এই রোগের পৃথিবীর সব বিশেযজ্ঞর সাথে যোগাযোগ করে । তাদের সাথে আলোচন এবং এখানকার ডাক্তার যে যে চিকিৎসা করেছে তার report পাঠায় । সব শুনে তারা বলে আর কোন রাস্তা নেই । যেমন ডাক্তার বলেছে তেমনি চলতে হবে । অর্থাৎ life- supporting গুলো খুলে দিতে হবে ।
নিনা শুনে পাগলের মত অবস্থা । তাকে সামলানো তখন দায় হয়ে উঠলো । এই সময় নিনার মনে পড়ে অতনুর এক office colleague প্রশান্ত,যে সম্প্রতি ice land এবং green land ঘুরে এসেছে ,সে সেখানে দেখেছে কেমন ভাবে পৃথিবীর শীতল তম স্থান যেখানে কোনদিন বরফ গলেনা সেইখানে মানুষ তাদের প্রিয় জনদের সজীব রাখবার জন্য igloo বানিয়ে রেখে দিয়েছে । সেই গল্প অতনু রনকে আর নিনাকে তখন বলেছিলো । নিনার সে কথাটা এখন মনে পড়ে যায় তাই সে বলে “ অতনু আমরা ওই ভাবে রনকে পৃথিবীতে ধরে রাখতে পারিনা”? অতনু বলল “নিনা তুমি পাগলাম করোনা । এ অসম্ভব চিন্তা- ভাবনা করোনা । তুমি তো জান কি ভাবে আমরা চলেছি । আজ তিন বছর আমাদের হসপিটল ঘর করার ফল স্বরূপ bank balance কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আত্মীয় স্বজন আর নিকটজনেরা ধিরে ধিরে আশা কমিয়ে দিয়েছে । যে আত্মীয় স্বজন হামেশাই তোমার সাথে ফোনে যোগাযোগ রাখতো তারা আজ কবার তোমায় ফোন করে খবর নেয় বলো ? রনের বন্ধুর মায়েরা কত প্রথম প্রথম আসাযাওয়া করতো তারা কি রনের একবারও খবর নেয় । তোমার মা বাবা আর আমাদের দুজনের বাকি জীবন কি ভাবে কাটবে সেই চিন্তা টা তো করতে হবে” ? নিনা শুনে পাগলের মত চেঁচিয়ে উঠে বলল , “Stop it ,অতনু তাহলে তুমি ও কি ডাক্তারের মত নির্দয় ভাবে ছেলেটাকে murder করবে”?
অতনু হাঁ করে নিনার মুখের দিকে চেয়ে থাকে । সে বোঝবার চেষ্টা করে নিনার ব্যাথাটা কোন স্তরে । নিনার মা বাবা সেই টানা তিন বছর নিনা-অতনুর বাড়ীতেই থাকে । মেয়ের এই দুঃখ বেদনা কি ভাবে প্রশমন করবে ভেবে পায়না ।
আস্তে আস্তে নিনা ও বোধহয় হসপিটল-ঘর করতে করতে আর হসপিটলের নানা মানুষের দুঃখ দুর্দশা দেখতে দেখতে নিজের মধ্যে নিজেকে পরিবর্তন করবার প্রক্রিয়ার পথে এগোতে থাকে । প্রথম প্রথম যে মনের জোর তার ছিল সেই প্রত‍্যাশা বশত ভেবে ছিল রন সুস্থ হয়ে উঠবে ,এখন সে সেই আশা আর করেনা । সে হারিয়ে ফেলে নিজেকে । ধীরে ধীরে সে চুপ হয়ে যায় । অবস্থা কে মানিয়ে চলবার চেষ্টা করে । আজকাল সে আর বিশেষ কথাবার্তা বলে না। নিজের মনেই থাকে ।
অতনু ডাক্তার কে বলে তারা তৈরি । ডাক্তার তার processing শুরু করে দিক । অর্থাৎ life –suporting গুলো খুলে দিক ।
আসে সেই শেষের দিন ,অন্তিম মুহূর্ত... অতনু নিনার সব প্রত‍্যাশাকে নিরাশায় পরিনিত করে ছবি হয়ে থাকবে অতনু—নিনার জীবনে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra অসাধারন লেখা।
ফয়জুল মহী চমৎকার লেখা অসাধারণ উপস্থাপন।

১১ মার্চ - ২০২২ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী