তুমি জেগে ওঠো উঁচু করে শির,
জাতির জন্য হও তেজোদীপ্ত বীর।
মনুষ্য কষ্টে হয়ে দগ্ধ, হও হওক্ষুব্ধ।
করো করোচিৎকার,
দাও দাও ধিক্কার।
ঐক্য বদ্ধ হয়ে দাও তীব্র হুংকার,
করো প্রলয়ঙ্কার।
ধরে ভন্ড দাও দন্ড,
হয়ে ক্ষিপ্ত দোষীর দণ্ড দিয়ে হও তৃপ্ত।
হবে না ক্লান্ত হবে না কভু বিভ্রান্ত,
সব দ্বন্দ্ব করো বন্ধ।
সব বিদ্বেষ হানাহানি করো শেষ,
গড় দুর্নীতিমুক্ত শান্তির দেশ।
কাজে যারা দেয় ফাঁকি,
ওদের টুটি ধরে মারো ঝাকি।
আছে বেকার দেখো যারা,
কাজ দিয়ে করো ওদের তাড়া।
বলো ভালো কাজ করতেই হবে,
কাজ ছাড়া এই দুনিয়ায় তুমি কেমনে রবে।
সৎ সত্যের আলো ছড়াও পৃথ্বী ভরা,
রাখবে মানুষ মনে তোমায় যদিও যাও মারা।
জরাজীর্ণ নীতির কভু দিবেন বীর তুমি ঠাই,
কুসংস্কার হীন স্বচ্ছ জীবন বীর তোমারি চাই।
সদা সত্যের পথে হোক তোমার বিচরণ,
তেজোদীপ্ত বীর মানব হিতার্থে লড়ে যাও আমরণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।