মেঘকন্যা

স্বাধীনতা (মার্চ ২০২২)

Shahanaj Shutana
  • ৪২
মেঘের দেশের গৌরমেয়ে, নামলে কেন ধরাধামে ?
জল ছল ছল কাজল আঁখির সর্বনাশী,
নামলেই যখন, তখন কেন
অমন তাড়া তোমার ঘরকে যাবার?
-মেঘের দেশের মেয়ে আমি, মেঘে দিয়েছে সাড়া
তাই তো আমার ফিরে যাবার রয়েছে এত তাড়া।
রোদের গায়ে সওয়ার হয়ে এসে,
ফুলের রেণুর চুলের ভাঁজে দক্ষিণ হাওয়ায়
আলতো করে গাল ছুঁয়ে যাও
আমার বুঝি কষ্ট হয় না পাওয়া না পাওয়ার?
আমার বুঝি কষ্ট হয় না, তোমায় ছাড়ার।
থাকো নাগো আর কিছুক্ষণ..... ।
-কষ্ট, আমার কি আর কষ্ট বুঝার সাধ্যি আছে
আমি যে খুব সাধারণ ঝিমকিনি এক
শুধু জানি যেতে হবে, যেতেই হবে।
তোমার ওই মায়াবী আঁখির ক্যানভাসে আঁকি
শ্যাম বাংলার ছবি আঁকতে
ইচ্ছা করে তোমায় নিয়ে কবিতা লিখতে, গান বাধতে
-আমিও তো চাই কেউ আমায় ঘিরে কবিতা লিখুক, গান বান্ধুক
স্বপ্ন দেখুক সকাল-দুপুর গোধূলি সাঁঝে।
নিটোল প্রেমের আঁচল ভরা সুখ বিছিয়ে
ধুম্র মেঘের ধূসর খামে লিখে রেখে হাজার স্মৃতি
হও নিরুদ্দেশ, তুমি অমন কেন মেয়ে?
-'মুক্তো কী জানে,
কী বেদনা পুষে রাখে ঝিনুক বুকে?'
নদী কী জানে,
কতটুকু পুড়লে জল মেঘ হয়ে যায়?
মাটি কী জানে,
কতটুকু মেঘ ভারে বৃষ্টি ঝরে অসুখে!
তুমি কী জানো, কতটা শূণ্য হলে আমি
তুমি পাও পূর্ণতা?
তোমার শূন্যতা বোঝার বা মাপার মাপকাঠি
আমার কাছে নেই
তাইতো আমি বিমুগ্ধ হয়ে শুধু তোমাকেই দেখেই যাই।
তুমিও যে মুক্তো-নদী-মাটির মত আঁধারের রং ছুঁয়ে যাও
জমিয়ে রাখো বুকের বাঁ দিক তা ঠিক অনুমান করতে পারি।
-ঝর ঝর ঝর ঝরতে দেখে শুধুই তাকে বৃষ্টি ভাব
তুমিই কি আর কষ্ট খোঁজো, কষ্ট বোঝো?
তোমার আবেগী মন করে শুধুই অনুমান,
অনুধাবন করার ক্ষমতা যে তোমার নেই।
শোনো মেয়ে কিছুটা মেঘ ছাড়া, মেঘ যদি নামে
কিছুটা বিষাদ যদি আসে ওই বিকেলের খামে
সকালের মিহি রোদে যদি কভু, রাত হয়ে যায়
সেদিন কোথাও আর খুঁজে পাবে না আমায়।
-মিঠেল মিঠেল গান শুনিয়ে
আলতো ছোঁয়ায় প্রাণ পেতে চাও।
হে পুরুষ, যদি আমাকেই না ভাবো
তবে কেমন করে জানবে প্রেম কী বিরহের কি মানে...
মেয়ে তোমার একটা নাম দিতে চাই
চোখের নোনাজল জমা জানলা জানুক
ভেসে যাক অসুক, লুকিয়ে রাখা পৃথ্বী বুক।
-বেশ তো, দাও কোনো নাম
আকাশ,বাতাস, ঝর্ণা, সাগর
উম্মম্মম ---
মেঘের মেয়ে, শান্ত নদী কিংবা জলের খেয়া
কোন নামেতে ডাকলে তোমার মিলবে সাড়া?
- এ কি কোনো নাম হলো আর..
বলো কি নাম দেবো..
আমার দেয়া একখানা নাম তোমার থাকুক
কখনও কভু হারিয়ে গেলে
একলা একা সন্ধ্যা বেলা তারার মেলা
সেই নামেতেই ডাকবে তোমায় ।
-এই যে ছেলে অলিক কেন স্বপ্ন দেখো
তুমি আবার কোথায় হারাবে?
তুমি জানো শুধু হানতে আঘাত।
তোমার দেয়া আঘাত থেকে হলাম আমি মেঘের মেয়ে,
তোমার দেওয়া নামেই আমি মেঘকন্যা।
দূরের পাহাড়,চপলা ঝর্ণা, গহীন বন ও গেরুয়া নদী
এই নামেতেই আমায় ডাকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শাহ আজিজ বেশ লম্বা কবিতা ।অমন তাড়া তোমার ঘরকে যাবার?** । হিন্দি কিভাবে এলো !!!
ফয়জুল মহী অসাধারণ ভাবনার প্রকাশ করেছেন পড়ে মুগ্ধ হলাম।

০৮ জানুয়ারী - ২০২২ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪