হে বন্ধু স্বজন,
তোমাদের কাছে জমা হয়ে আছে কতো ঋণ
প্রায়শ্চিত্ত শেষে যদি দেখা হয় কোনদিন;
আমায় প্রাণভরে করো ঘৃণা
করো তিরস্কার যতখুশী ভৎর্সনা!
যে আমি দিয়েছি এঁকে তোমাদের পবিত্র ললাটে কলংকের তিলক!
দিকভ্রান্ত মূর্খ আমি বুঝিনি,
নষ্ট শরীর থেকে ক্রমশঃ খসেছে পালক
সাদা দেয়ালে কার যেন ছায়া আছে হেলে
বহুচেষ্টায় সরানো যায়নি তাকে,
পারিনি তাই তোমাদেরও ফেলে যেতে
পঁচা এ দেহের ফুরাবে যেদিন গন্ধ
দু'চোখ যেদিন চিরতরে হবে বন্ধ
কথা দিলাম,তার মুহুর্ত আগে হলেও তোমাদের মুখোমুখি দাঁড়াবো।
জমা রাখো গালি যতো,তীব্র ক্ষোভ!
কোথায় রাখবে?
মনের কোটরে আছে বহু চোরা খোপ
প্রায়শ্চিত্ত শেষে দেখা হবে ফের।
যে হাত পাশে থেকেও হয়নি ধরা
সেদিন সে হাত ধরে শিশিরের ঘাসে,ঐ দূরে অরণ্যে হারাবো,আবার বন্ধুত্ব হবে।
বুকে হাত রেখে এখনো টের পাই কাঁপন
বেঁচে আছে প্রেম; যে টুকু ছিলো
তাই দিয়ে হবো এক দুর্দান্ত প্রেমিক!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
এই কবিতায় সময়ের প্রতিকূলতায় একজন বন্ধুর, একজন প্রেমিকের সর্বোপরি একজন মানুষের হারিয়ে যাওয়া বন্ধুত্ব,প্রেম এবং সম্পর্কিত অনুভূতি ব্যক্ত করা হয়েছে; যার ভেতরে জমে আছে অনেক অভিমান,অনুযোগ,ক্ষোভ আর অজস্র অব্যক্ত কথামালা। সে জানাতে চায়, প্রতিকূল সময়ে স্রোতের বিপরীতে লড়াই করতে করতে তার ভেতরের সুন্দর অনুভূতি,উদ্যম,আকাংখাগুলো এখনো হারিয়ে যায়নি।যে লড়াইয়ে সে অবতীর্ন হয়েছে সে লড়াই জয় করে এবং যে আত্মশ্লাঘায় সে ক্ষতবিক্ষত তার প্রায়শ্চিত্ত শেষে একদিন সে আবার সবার মুখোমুখি দাঁড়াবে।নতুন করে গড়বে বন্ধুত্ব,ছড়িয়ে দেবে ভালবাসার দ্যুতি, নিজেকে আবার চেনাবে প্রেমময় এক দুর্দান্ত প্রেমিক হিসেবে।
০৭ ডিসেম্বর - ২০২১
গল্প/কবিতা:
২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।