প্রেমের প্রতিজ্ঞা

বাংলা - আমার চেতনা (ফেব্রুয়ারী ২০২২)

তাহমিন আরা
  • ৬০১
আমি চাই তুমি জানো
একটি কথা,
বলছি শোন সেটা কেমন:
যদি শরতের কোন এক জ্যোস্নারাতে
আমি আমার জানালা হতে তাকাই
ঐ দূর নীলিমায় চাঁদের পানে,
যদি আমি
হাত দিয়ে স্পর্শ করি পাশে পড়ে থাকা
কবিতার বইকে
কিংবা,
টেবিলে রাখা ফুলদানীর ফুলকে,
সবি আমারে নিয়ে যায় তোমার কাছে।
যেন এসব কিছু – ঐ আলো,
ঐ কবিতার লাইনগুলো,
আর ঐ ফুলের সুগন্ধের মতো
তুমি আমার অপেক্ষায় আছো।

যদি এখন তুমি
একটু একটু করে আমারে
আর ভালো না বাস;
তবে যেন আমিও
একটু একটু করে
তোমারে ভালোবাসতে ভুলে যাব।
যদি হঠাৎ
তুমি আমায় ভুলে যাও
আর না খোঁজ আমায়!
জেনো তবে হয়তো ইতিমধ্যে
আমি ভুলে গেছি তোমায়।
যদি তুমি ভাব
আমাদের মধ্যকার এই বন্ধন
দীর্ঘ ও ক্লান্তিকর
এবং চকিত সিদ্ধান্তে তুমি
ফেলে যেতে চাও আমারে
হৃদয়ের কিনারায়,
যেথা প্রোথিত আমার ভালবাসার শিকড়
তবে মনে রেখ
আজকের এই দিন হতে
এই মুহূর্ত হতে
আমি তুলে নিব
আমার ভালবাসার বৃক্ষ,
যা রোপিত হবে
অন্য কোন হৃদয়-অরন্যে
আর ছড়াবে সৌরভ।

কিন্তু
যদি প্রতিদিন
প্রতি ঘন্টায়
তোমার মনে হয়
শুধু আমার জন্য
তোমার হৃদয়ের উষ্ণতা
ছড়ায় আলোর বন্যা
তবে জেনো
আমার প্রেম নিবার্পিত হওয়ার বা
ভুলে যাওয়ার নেই কোন সম্ভাবনা।
যদি প্রতিদিন একটি ফুল সম
আমার ভালবাসার ছোঁয়া
তোমার মুখে ফোটায় অনাবিল হাসি
তবে জেনো
আমার ভালবাসার নেই কোন পরিসীমা।
এবং যতদিন তুমি থাকবে বেঁচে
যেনো ওটা তোমার বাহুদোর
যা আমি ছাড়ব না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী লেখাটা খুব সুন্দর হয়েছে। তবে আমার মনে হচ্ছে আরেকটু সময় দিলে আরও চমৎকার একটি লেখা হতো। শুভ কামনা রইল।।
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০২২
অনেক ধন্যবাদ।
ফয়জুল মহী অসাধারণ প্রকাশ I মুগ্ধতা অপরিসীম, শুভ কামনা অবিরত।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০২২
অশেষ ধন্যবাদ। আপনার মন্তব্য আমাকে উৎসাহী করে।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০২২

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রেম ভালোবাসার অনুভতি। এতে আছে ব্যক্তি বিশেষের প্রতি আকর্ষণ। মান-অভিমান, বিরহ-বেদনা, আশা-আকাঙ্ক্ষা-প্রতিজ্ঞাসহ নানাবিধ আবেগ-অনুভূতির প্রকাশ।

১৯ আগষ্ট - ২০২১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী