এক মুঠো ভালবাসা

ভালবাসা (ফেব্রুয়ারী ২০২৫)

হাসিব মাহফুজ
  • 0
  • 0
এক মুঠো ভালোবাসা
রাহাত একটা ব্যস্ত শহরের মানুষ। প্রতিদিন সকালে অফিসের তাড়া, বাসের কোলাহল, আর দিনের শেষে ক্লান্তি। জীবনের একঘেয়েমি যেন তাকে গ্রাস করে ফেলেছে। একদিন, অফিস থেকে ফেরার পথে হঠাৎ রাহাতের চোখ পড়ে রাস্তার পাশের ছোট্ট বইয়ের দোকানে। সেখানে বসে আছে এক মেয়ে। লাল ওড়না মাথায়, হাতে বই। মেয়েটির নাম হুমায়রা। বই বিক্রি করে, কিন্তু বিক্রির চেয়ে পড়ে বেশি। বিক্রেতার আসনে বসে সব সময় চোখ থাকত বইয়ের দিকে।
রাহাত প্রথম দিন শুধু তাকিয়েই চলে যায়। দ্বিতীয় দিন সাহস করে বলে, আপনার হাতের ওই বইটা কেমন?
হুমায়রা মৃদু হেসে উত্তর দেয়, ভালো। তবে গল্পটা অসমাপ্ত।
রাহাত এর মানে বোঝে না। লেখক অসমাপ্ত রেখেছেন, নাকি মেয়েটার পড়া শেষ হয়নি বলে অসমাপ্ত বলেছে? এরপর থেকে রাহাত প্রতিদিন ওই দোকানে আসে। হুমায়রার সঙ্গে কথা হয়। বিভিন্ন বই নিয়ে আলোচনা হয়। একদিন সাহস করে বলে ফেলে, আসলে আপনার পঠিত বইটা আমাকে এখানে টেনে আনে, নাকি আপনিই আমাকে আসতে বাধ্য করেন, জানি না।
হুমায়রা মৃদু হেসে বলল, আর কয়েকদিন অপেক্ষা করুন। হাতের বইটা শেষ করি। তারপর আপনাকে দেব পড়তে। তখন সব অপেক্ষার অবসান হবে। আপনার আগমনের কারণও স্পষ্ট হবে।
এরপর বেশ কয়েকদিন কাটে। রাহাতের আর আসা হয় না। এদিকে পথ চেয়ে বসে থাকে হুমায়রা। তার বই পাঠ শেষ।
একদিন রাহাত নিজেই একটা খাতা নিয়ে হাজির। ভেতরে লেখা দিয়ে। বোঝাই যাচ্ছে, আস্ত কোনো পাণ্ডুলিপি ।
হুমায়রা বেশ অবাক হয়, আপনি তাহলে লেখক? আচ্ছা, আপনার নাম কী?
পুরো নামটা এড়াতে চায় রাহাত। শুধু বলে, সবাই রাহাত নামেই চিনে ও ডাকে।
আচ্ছা বলো তো, বইটা কেন তোমার এত পছন্দ ছিল?
গল্পটা আমার চরিত্রের সাথে মিশে যায়। মনে হয় যেন আমিও সেই গল্পের অংশ! কিন্তু গল্পটা শেষ হয়নি।
রাহাত হেসে বলে, তুমি কি চাও, তোমার ওই বইটাতে তোমারও একটা চরিত্র থাকুক?
বিষ্ময় নিয়ে হুমায়রা উত্তর দেয়, সে তো সম্ভব নয়। গল্প তো শেষ।
রাহাত এবার আরো রহস্য করে বলে, তোমার জীবনের গল্পটা কি আমি হতে পারি?
হুমায়রা এতে বেশ চুপ হয়ে যায়। রাহাত তার হাতটা ধরতে গিয়েও ধরে না। উঠে চলে আসে।
সম্বিত ফিরে হুমায়রার। টেবিলের কোণে সেই খাতাটা পড়ে আছে। এদিক ওদিক তাকিয়ে দেখে, রাহাত নেই। চলে গেছে।
সে খাতাটা খোলে। প্রথেমেই একটু বড় করে লেখা, দ্বিতীয় পর্ব
পাশে একটা টুকরো কাগজ পড়ে আছে। সেটা তুলে নেয় হুমায়রা। লেখা
তোমার ভেতরে আমি আমার গল্পের শেষ অংশ পেয়েছি। এবার আমার গল্পে তোমার নামটা যোগ করব। অপেক্ষা করো।
চিঠির শেষ অংশে লেখা ছিল, এক মুঠো ভালোবাসা দিয়েছ, বাকিটা আমি ফিরিয়ে দেব। —রাহাত।
হুমায়রার মনে একটা গভীর শান্তি আসে। সে বুঝে যায়, জীবনের গল্পটা সুন্দর হয়, যদি সেখানে ভালবাসা থাকে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

একটা বই কেন্দ্রিক ভালবাসা। যাকে ঘিরে একটি বইয়ের পূর্ণতা।

২৮ জুন - ২০২১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫