ও ময়না

বন্ধুত্ব (অক্টোবর ২০২১)

মোঃ হাদিউজ্জামান
  • 0
  • ৫৬০
ও ময়না ভালোবাসা এত সহজ বুঝি?
চাইলেই বলবে, ভালোবাসি? আর হয়ে গেল?
সাহস আছে? ধৈর্য্য আছে? মন আছে?
বেখেয়ালি, উড়নচণ্ডীর প্রেমে লেগে থাকার অধ্যবসায় বোঝ?
তুমি তছনছ হয়ে যাবে, তুমি ভেঙে চুড়মার হয়ে যাবে ময়না।
তারপরও সে বেখেয়ালির যদি মনে হয়, যথেষ্ট হয়নি ভালোবাসা, মনের দুয়ারই খুলবে না সে যে!
ছটাকে ছটাকে, তোলায় তোলায়, বিন্দুতে বিন্দুতে হিসাব নেবে যে সে, কতটা ভালোবেসেছ
কতটা ভালোবেসেছ আজ সকালে, দুপুরে, সন্ধ্যায়!
কয়টা চোরা চাহনিতে তার মনে হয়েছে, আজ এক ছটাক ভালোবাসার কমতি পড়েছে, বুঝবেও না
তার হেঁচকি ওঠা কান্নার কারণও বুঝবে না,
কোথায় এক ছটাক ভালোবাসার আজ কমতি পড়েছে, ভেবেই পাবে না!
ও পাগল কি তা মানবে?
ওর যে ভালোবাসার কমতিতে পোষায় না!
পারবে, অতটা ভালোবেসে যেতে ময়না?
বিরক্ত হয়ে যাবে না?
ভালোবাসার অত্যাচার মনে হবে না?
সইতে পারবে ময়না?
আজীবন কানায় কানায় পূর্ণ ভালোবাসা দিয়ে যেতে পারবে?
দেখো, সোজা করে বলছি, যদি না পারো, ভুলেও ভালোবেসো না।
আজ খেলবে, কাল মন ভাঙবে, ও ভালোবাসা তোমার কাছে রেখে দাও!
অন্য কারও তাতে পোষালে, পোষাতেও পারে।
তুমিও হয়তো যাবে বেঁচে!
পাগলকে ভালোবাসতে হলে, পাগলের মতোই ভালোবাসতে হবে।
আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি ময়না,
যদি বলো কতোটা, আমি বলব আমার রব জানে, কতোটা ভালোবাসি দুনিয়ার কোন শব্দে সেটা প্রকাশ করতে পারবোনা।
ছটাকে ছটাকে, তোলায় তোলায়, বিন্দুতে বিন্দুতে হিসাব মেলানো ভালোবাসা যদি থাকে তোমার,
তবেই ভালোবেসো।
ও উড়নচণ্ডী তার কমে কিছু নেবে না যে ময়না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অনিদ্য সুন্দর লিখেছেন ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ও ময়না মোম্মামদ হাদি ও ময়না ভালোবাসা এত সহজ বুঝি? চাইলেই বলবে, ভালোবাসি? আর হয়ে গেল? সাহস আছে? ধৈর্য্য আছে? মন আছে? বেখেয়ালি, উড়নচণ্ডীর প্রেমে লেগে থাকার অধ্যবসায় বোঝ? তুমি তছনছ হয়ে যাবে, তুমি ভেঙে চুড়মার হয়ে যাবে ময়না। তারপরও সে বেখেয়ালির যদি মনে হয়, যথেষ্ট হয়নি ভালোবাসা, মনের দুয়ারই খুলবে না সে যে! ছটাকে ছটাকে, তোলায় তোলায়, বিন্দুতে বিন্দুতে হিসাব নেবে যে সে, কতটা ভালোবেসেছ কতটা ভালোবেসেছ আজ সকালে, দুপুরে, সন্ধ্যায়! কয়টা চোরা চাহনিতে তার মনে হয়েছে, আজ এক ছটাক ভালোবাসার কমতি পড়েছে, বুঝবেও না তার হেঁচকি ওঠা কান্নার কারণও বুঝবে না, কোথায় এক ছটাক ভালোবাসার আজ কমতি পড়েছে, ভেবেই পাবে না! ও পাগল কি তা মানবে? ওর যে ভালোবাসার কমতিতে পোষায় না! পারবে, অতটা ভালোবেসে যেতে ময়না? বিরক্ত হয়ে যাবে না? ভালোবাসার অত্যাচার মনে হবে না? সইতে পারবে ময়না? আজীবন কানায় কানায় পূর্ণ ভালোবাসা দিয়ে যেতে পারবে? দেখো, সোজা করে বলছি, যদি না পারো, ভুলেও ভালোবেসো না। আজ খেলবে, কাল মন ভাঙবে, ও ভালোবাসা তোমার কাছে রেখে দাও! অন্য কারও তাতে পোষালে, পোষাতেও পারে। তুমিও হয়তো যাবে বেঁচে! পাগলকে ভালোবাসতে হলে, পাগলের মতোই ভালোবাসতে হবে। আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি ময়না, যদি বলো কতোটা, আমি বলব আমার রব জানে, কতোটা ভালোবাসি দুনিয়ার কোন শব্দে সেটা প্রকাশ করতে পারবোনা। ছটাকে ছটাকে, তোলায় তোলায়, বিন্দুতে বিন্দুতে হিসাব মেলানো ভালোবাসা যদি থাকে তোমার, তবেই ভালোবেসো। ও উড়নচণ্ডী তার কমে কিছু নেবে না যে ময়না।

১৩ জুন - ২০২১ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী