ময়নার দম্ভ

ভয় (সেপ্টেম্বর ২০২১)

মোঃ হাদিউজ্জামান
মোট ভোট ১০ প্রাপ্ত পয়েন্ট ৪.৫১
  • 0
  • ৫৮
ময়না তুমি ঠিকই বলেছ,
তুমি বদলাওনি একটুও, বদলেছি আমি।
প্রথম প্রথম যেমন তুমি অবহেলা করতে আমাকে,
এখনো ঠিকই তেমনি করছ, তুমি একটুও বদলাওনি।
ময়না ঠিকই বলেছ,
তুমি বদলাওনি, বদলেছি আমি।
তোমার প্রতি আমার তীব্র ভালোবাসা
প্রথম প্রথম যেমন পাত্তা পায়নি, এখনো পায় না
তোমাকে ভেবে নষ্ট করা আমার হাজারো রাত,
তোমাকে দেখার আশায় পার করা অসংখ্য দিন,
তোমার হাতে হাত ধরে ঘুরে বেড়ানোর তীব্র আশা
প্রথম যেমন পাত্তা পায়নি, এখনো পায় না
তুমি ঠিকই বলেছ,
তুমি বদলাওনি, বদলেছি আমি।
ভালোবাসাহীন আমার এই দূর প্রবাস যাযাবরজীবনে
একটু সুখের নীড় আর গাঢ় প্রেমের বন্ধনে তোমাকে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষার ঢেউ, ময়না
তোমার মনের ইস্পাতকঠিন দেয়ালে মাথা কুটে আগে যেমন বিলীন হচ্ছিল, এখনো হচ্ছে।
তুমি কেমন আছো জানতে চাওয়ার যে প্রবল ইচ্ছা, এখনো তোমার সেই মনের ইস্পাত দেওয়ালে বিলীন হচ্ছে| তুমি ঠিকই বলেছ,
তুমি বদলাওনি, বদলেছি আমি।
ময়না তুমি ঠিকই বলেছিলে দম্ভ, তোমার শক্তি দম্ভ তোমার বল| আমি এখন আমার সমস্ত ইচ্ছা, স্বপ্ন, রাগ, দুঃখ, ভালোবাসা, আর তোমাকে পাওয়ার আশা,
মহাকাশ আর প্রকৃতিতে ছড়িয়ে দিলাম
শ্রাবণের বরষায় ,শরতের শুভ্র মেঘে, শীতের কুয়াশায় ঝিরিঝিরি হাওয়ায়,কিংবা বিকেলের মিষ্টি রোদে,
আমি মিশে যাব শীতের রৌদ্রোজ্জ্বল সকালে
কিংবা রাতের কনকনে ঠান্ডা হাওয়ায়,
তোমাকে জড়িয়ে রাখব পরম উষ্ণতায়।
আমি মিশে যাব বর্ষার ঘন কালো মেঘে,
ঝড়ে পড়ব ঝিরিঝিরি বৃষ্টি হয়ে কিংবা মুষলধারে
ময়না তুমি ভিজবে আমার ভালোবাসার স্নিগ্ধ ছোঁয়ায়।
ময়না তুমি জানবেও না, ও সবকিছুতেই আছি আমি, আর থাকবো সবসময়।
ময়না তুমি ঠিকই বলেছ,
তুমি বদলাওনি, বদলেছি আমি।
ময়না তোমাকে দেখতে না পাওয়ার বেদনা অশ্রু হয়ে ঝরে আমার দুচোখে|
ময়না তুমি ঠিকই বলেছ ,তুমি বদলাওনি, বদলেছি আমি| তোমাকে দেয়া প্রতিটা কথা আমি রেখেছি!
ময়না তোমাকে ছাড়া আমি যে নিঃস্ব , তোমাকে ছাড়া বাকিটা জীবন এই দূর প্রবাসে নিঃস্ব হয়ে কাটিয়ে দেবো! এটাই তো চেয়েছিলে ময়না!! আমার ভালোবাসা হেরে গেল তোমার দম্ভের কাছে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।।
ফয়জুল মহী শব্দ বর্ণ ও চয়নে স্বকীয়তা আছে। সুষমামণ্ডিত কথামালায় অনিন্দ্যরূপ লেখা, অপরূপ ও অনিন্দিত।

১৩ জুন - ২০২১ গল্প/কবিতা: ১৩ টি

সমন্বিত স্কোর

৪.৫১

বিচারক স্কোরঃ ১.৫১ / ৭.০ পাঠক স্কোরঃ ৩ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“ডিসেম্বর ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ ডিসেম্বর, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী