অন্ধকারের উৎস খুঁজতে গিয়ে

অন্ধকার (জুন ২০১৩)

খোন্দকার মোস্তাক আহমেদ
  • ১৬
১.
যে পাপ
সরীসৃপ হয়ে
আতংক ছড়ালো চারপাশ
তারে লগ্নি করেছে অন্ধকার . . . . . .
অন্ততঃ বিদ্যুৎ বিভ্রাট আমায় চেনালো
শুন্যতার গর্ভে প্রতিবন্ধী রাত কতোটা
নৃতাত্বিক হয় !

অন্ধকারের উৎস খুঁজতে গিয়ে
উদ্ভ্রান্ত হয়েছি যতোটা --- টিথোনাস হয়েছিততোটাই . . . . . .
. . .গতরাতের অমাবস্যা
অশরীরী করে করে আমায়
ছুঁড়ে ফেলে দিয়েছে মোড়ের ডাস্টবিনে!
-সেখান থেকে ল্যাংচাতে ল্যাংচাতে
আবার ফিরেছি শিথানের বালিশে ।

সুইচ টিপলে যে অন্ধকার
তোমায় গিলবে বলে ওঁৎ পেতে আছে
তারে তুমি মেনে নিয়েছো বহুকাল . . . . . .
-এই অবসরে আপন বিকার
পাখনা মেলে উড়ে যায়
নিষিদ্ধ কল্পনায় ;
পরিধেয় আঁধার আজন্ম আমায়
তদ্ধিত করে তোলে; আর, বাবু সোনা
রাত হলে, নিয়মিত বিছানা ভেজায় . . . . !
২.
নিপীড়িত রাত কাঁদে সময়টা এমন,
আঁধার মাঝে ব্যথায় বাজে অমা’র আয়োজন।
সুকুমার ধুন্দুমার কাশির ওষুধ চাই,
পট্টি-পাড়ায় বাবার মুখে দিচ্ছে মেয়ে মাই!
অন্ধকারে পাপ থাকে গোপন উপায় আরো,
অগোচরে মৃত্যু বাড়ে অধিক শ্রেয়তর।
গতরাতের মৃত-লাশ জ্যান্ত হয়ে ওঠে,
পুনরায় রাখতে ঠোঁট তোমার উষ্ণ ঠোঁটে।
মূল্যবোধের মূল্য কত? হাঁটে বিকায় বুঝি!
শপিং ব্যাগে ভরে নিয়ে আরামে চোখ বুজি।
এবেলা ওবেলা করে এতোটা অপচয়,
তোমার কাছেই শেখা আমার দারুন অবক্ষয়!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Tumpa Broken Angel চমৎকার লিখেছেন। শুভকামনা থাকল।
সূর্য আমার পড়া তোমার সেরা কবিতা মনে হয়েছে এটা। দারুন লিখেছো।
তাপসকিরণ রায় কবিতা দুটি ভাল লেগেছে,ভাই !দুটির ধরন দু রকম--ভাব ভাবনা শব্দ ভাষার ধারাবহ সুন্দর।
মিলন বনিক খুব সুন্দর কবিতা....শব্ধ বিন্যাস আর ভাবের গভীরতা মুগ্ধ করেছে...কবির জন্য শুভ কামনা....
এফ, আই , জুয়েল # কবিতা খুবই সুন্দর ও মনোরম । ভাবনার গভীরতাও বেশ----লেখককে ধন্যবাদ ।।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...মূল্যবোধের মূল্য কত? হাঁটে বিকায় বুঝি...। ভাল লিখেছেন। শুভেচ্ছা রইল।
সৈয়দ আহমেদ হাবিব দুর্দান্ত, মাঝ মাঠ থেকে মেসি একায় বলটা টুকে টুকে একেবারে শেষ বুটের চুম্বনে নেড়ে দিল জাল
ধন্যবাদ । লজ্জা পাচ্ছি এই ভেবে যে, এতোটা প্রশংসার কাজ কি হল?
শিউলী আক্তার অন্ধকারের উৎস খুঁজতে গিয়ে উদ্ভ্রান্ত হয়েছি যতোটা --- টিথোনাস হয়েছিততোটাই . . . . .দুর্দান্ত লিখেছেন ভাই ।

২০ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪