রাত্তিরের জানালা

একাকীত্ব (জুন ২০২১)

hakik
  • 0
  • ৮২
রাত্তিরের জানালায়
কে যেন উঁকি দিলো!
চিনি কি তারে?
না তো, মনে হয়না।
কারণ, অবয়বটা কখনই
দেখা হয়নি যে-
যদিওবা চেয়েছি বারে বারে।

শুধু ক্ষীণ ছায়াটাই ফেলে গেছে,
যতবার এসেছে-
বাতায়ন ঘিরে, চন্দ্রিমার রুপোলী আলো
ঝরে পড়েছিলো, সেই রাতে-
তবুও সে কেন জানি
দৃশ্যমান হলোনা
চারিদিকে তো শুধুই দেখি কালো।

দু’একটা চন্দ্রমল্লিকাও
ফুটেছিলো, কাননের ধারে-
সেগুলোতেও সে হাত দেয়নি
কোন সে অভিমানে-
শুধু ঝরা পাতার মর্মরে
শুনেছিলাম তার আসা-আর-যাওয়া
হাত পেতেও তো কিছু সে নেয়নি।

আর ঘোর কেটে দেখি,
নেই
কেউতো কোথাও নেই-
নিঃসীম শূন্যতাই
শুধু
ঘিরে আছে চারিদিকে
সকল উপলক্ষ্যেই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী চমৎকার প্রকাশ খুব ভালো লাগলো পাঠে

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কাউকে হারানোটা এক রকম একাকীত্ব, আর তা যদি একান্ত কেউ হয়, তবে একাকীত্ব পুরোটাই গিলে খায়। এই সংখ্যায় সে জন্যে কবিতাটা পেশ করলাম।

১৮ এপ্রিল - ২০২১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪