আমি অবহেলিত।

উপলব্ধি (এপ্রিল ২০২২)

আশরাফুল আলম
মোট ভোট প্রাপ্ত পয়েন্ট ৪.১৪
  • 0
  • ১২৩
জগতটা খুব স্বার্থপর ,
নিজের হিসেব বুঝে।
আমি কি দিলাম তাকে,
সেটাই কেবল খুঁজে।

শিশু আমি কিশোর হলাম,
যুবক থেকে পাকা।
সংসারের বোঝা কাঁধে,
পিঠ হয়েছে বাঁকা।

বউ বলে স্বামী তুমি,
তোমার কাছে চাই।
তুমি ছাড়া কেবা আছে?
বাদশা তুমি ভাই।

ছেলে বলে আমার তরে,
তুমি দেখাও পথ।
তোমার হাতে তৈরি আমার,
রঙ্গিন ভবিষ্যৎ।

মেয়ে বলে বাজান কেনো,
আমায় ভুলে যাও?
আমার পাওনা বাকী, রেখে,
স্বর্গ পেতে চাও?

পিতা মাতা বলেন বাছা,
আমরা বুঝি পর?
মোদের হক পালন ছাড়া,
বেহেশতে চাও ঘর?!

আমি সদা ব্যাস্ত দিতে,
দু হাত এখন খালি।
তাদের দিলাম স্বপ্ন প্রাসাদ,
আমার মরু বালি।

পরের চাওয়া করতে পুরোন,
খতম হলো সুর,
নিজের প্রতি অবহেলায়
চলছি অচিন পুর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস জামান হুসাইন অসাধারণ। দোয়া ও ভোট রইল
আশরাফুল আলম ধন্যবাদ হে বন্ধু আমার।
বিষণ্ন সুমন আরে বাহ। বেশ তো লিখেন।
শাহ আজিজ চমৎকার উপমা সহ কবিতা ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

সবার চাহিদা পুরোন করার পর নিজের জন্য করার কিছুই থাকেনা তাই নিজের প্রতি নিজের অবহেলার কথা কবিতায় বর্ননা করা।

০৮ এপ্রিল - ২০২১ গল্প/কবিতা: ১১ টি

সমন্বিত স্কোর

৪.১৪

বিচারক স্কোরঃ ২.৯৪ / ৭.০ পাঠক স্কোরঃ ১.২ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪