আমি আসিবোনা ফিরে আর সেথা
যেথা বৃথা গেছে মোর আজন্মকাল,
আজো বাহে রাজে সেকালের ব্যথা
যেথা হারিয়েছি মান,শত খন্ডিত হৃদয়
যেথা আজো আর্তনাদ পূণধবনিত হয়
যেথা তোর জয়োল্লাস আজো বাজে কানে
আমি যাবোনাকো আর পণ করেছি প্রাণে।
রোজ রোজ তোর খোঁজ নিবোনাকো আর
ব্যথাতুর চুরচুর হোক হাহাকার,হৃদয় আমার;
আমি যাবোনাকো আর।।
ঘাসফুল করে ভূল হোক বেলি,লিলি বা চামেলি
যে আঘাত বাজিছে মনে তা কেমনে ভূলি।
পাখা পেয়ে যাক ঊলি দীগন্ত মাড়াক
ভূলেও ভূলো মন ওদিকে না যাক।
হোক সেথা নিকেতন চিরশান্তির
হোক সেথা স্বর্গীয়া হুর-পরী ভীড়
মাঝ নদী ছেড়া পাল যত পাক তীর
যাবোনাকো সেথা আর রহিবো অধীর।
দিবোনা এ প্রেম তোরে নিবোনা সে ঘৃণা
বাধিবোনা গান আর বাজিবেনা বীণা।
চেনা তোর ওই মুখ দেখিবোনা আর
যাক করে সূর্যি দীগন্ত আধাঁর।
তুলিবোনা ফুল আর গাঁথিবোনা মালা
রহিবোনা বসি আর পথে অবেলা।
ফেলা তোর কোন কিছু তুলিবোনা আর
মাড়াবোনা ছায়া তোর হোক যত ভার।
কথা তোর ভাবি ভাবি কাটাবোনা রাত
হোক নাহি সে'রাতের নিশিত প্রভাত।
হাভাতে মরিবো তবু মাড়াবোনা দ্বার
যতই কঠিন হোক পণ রাখা ভার
আমি ফিরিবোনা আর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।