একটি ঘোর তমশার রাত ছিল

একটি কালো রাত (মার্চ ২০২১)

Anthony Sojib
  • ১১
  • 0
  • ৭৩
একটা রাত ছিল,
আমাদের সমষ্টিগত চেতনা
আমাদের জাগরণের কন্ঠস্বরকে দমিয়ে রাখতে
অসংখ্য রাইফেল, বুলেট, ট্যাংকার
সেই সাথে হায়না, শকুন, রাস্তার লেরি কুত্তা
সমস্বরে, হইহই-রইরই করতে করতে
এলোপাথারি ঝাপিয়ে পড়েছিল
আমাদের মা-বোন, বাবাদের উপর।

বাবার বুকের সন্তান, মায়ের কোলের মানিক,
বোনের সম্ভ্রম, সেই সাথে
ভাইয়ের স্বপ্ন, প্রেমিকার দেয়া কথা
সব তখন শত্রুর সুস্বাদু লুটের বস্তু।
আর আমাদের সম্বল-
আর্তনাদ, চিৎকার, আহাজারি!

এমন একটা ঘোর তমশার রাত্রি ছিল ৭১এর, মার্চে।
যে তমশার মধ্যে ছিল
বাঙালী জাতির চিরকালের আলোর সন্ধান,
আজীবনের আলোর বাণী- স্বাধীনতা।
একটি স্বাধীন দেশের জন্য,
শতশত বছরের পরাধীনতার গ্লানি,
ক্রীতদাসের মত অত্যাচারিত হবার বিরুদ্ধে
সংগ্রাম! সংগ্রাম! সংগ্রাম!
প্রাণে-মনে, চিন্তায় কেবল
মহানায়কের সেই অমিয় বাণী-
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!

আজকের এই দেশ, সবুজ, এই সূর্য জন্মের
একটা ঘন কালো রাত ছিল,
যেদিন আমাদের পূর্বপুরুষেরা
আমাদের জন্য একটা সোনালী দিনের জন্ম দিয়েছিল
রক্তের বিনিময়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মাইদুল সরকার লেরি কুত্তা নয় শব্দটা নেড়ি কুত্তা হবে। অসাধারণ কবিতা। ভোটের অপরশন নেই সম্ভবত ট্যাকনিক্যাল সমস্যা।
Sudipto Gabrial Costa তোর কবিতা যতোই পড়ি ততোই মুগ্ধ হই আর ঘোরের মধ্যে চলে যাই কি অসাধারণ উপস্থাপনা, এগিয়ে চল হে বন্ধু অনেক পথ পারি দিতে হবে।
ধন্যবাদ হে সুহৃদ। আমার পাশে সবসময় সুহৃদ হয়ে থাকবার জন্য।
Rozario Kazol সত্যি অসাধারণ, অগ্নি ঝরা মার্চ, স্বাধীনতা, সংগ্রাম, ৭১... মনের মধ্যে বাংলার একটি দুঃসময়ের ছবি এঁকে দেয়। শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ পাঠককে।
Fatema Afrouse Mili অসাধারণ উপস্থাপনা
ধন্যবাদ পাঠিকা
Richard D Costa হৃদয়স্পর্শী কবিতা! এই কবিতাটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত, শিহরিত ও উজ্জীবিত করবে। অসাধারণ তোমার লেখনী। অনেক দূর এগিয়ে যাও এই আশীর্বাদ ও শুভকামনা রইলো।
Md Jubayer Nayem ১৯৭১ এর পটভূমি অসাধারণ উপস্থাপনা ❤️❤️
ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের প্রতিও আমাকে এভাবে অনুপ্রাণিত করার জন্য।
Tanha Ahmed Tahi এককথায় অসাধারণ। আমাদের পূর্বপুরুষদের অসামান্য অবদান খুব কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন কবিতাটির মাধ্যমে। সত্যিই তাদের রক্তের বিনিময়েই আমাদের আজকের এই সোনালী দিন, যা কখনো ভুললে চলবে না। শুবকামনা রইলো আপনার জন্য
Rani Corraya লেখতে হয়ত সবাই পারে তবে লেখার মধ্যে সেই পটভূমির স্পর্শ আর অনুভব থাকা আবশ্যক। আপনার লেখায় অনেকটাই সেই অনুভব খুঁজে পেলাম। ধন্যবাদ এমন অনুভূতি বার বার ফিরিয়ে দেবার জন্য। ভাল থাকবেন৷ শুভকামনা রইল।
Mariya Priya কি অসাধারণ আপনার শব্দচয়ন। এক কথায় যাকে বলে সহজ সুন্দর। বিশেষ করে- "সংগ্রাম! সংগ্রাম! সংগ্রাম!" একটা শব্দের পুনরাবৃত্তি যেন গায়ে কাটা জাগিয়ে দেয়। অসাধারণ! আপনার জন্য নিরন্তর শুভকামনা।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
ফয়জুল মহী আত্মস্পর্শী কথনের নানন্দিক  চয়ন , সাবলীল ভাবে সাজানো লেখাটি ।

২৫ ফেব্রুয়ারী - ২০২১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪