শহীদ দিবস

শহীদ দিবস (ফেব্রুয়ারী ২০২১)

Sume
  • 0
  • ১৪৩
মৃদু ধাক্কায় ঘুম ভেঙে গেল বন্যার।চোখ রগড়ে চেয়ে দেখে, আনন্দ মাথার কাছে।"তাড়াতাড়ি ওঠ মা টের পাবে"- নিমেষে ঘুম চলে যায় বন্যার। আস্তে দরজা খুলে পা টিপে টিপে বের হয় ঘর থেকে। হালকা আলোয় গাছগুলোর দিকে চেয়ে স্তব্ধ হয়ে যায়। একটা ফুলও নেই গাছে! বন্যা পাগলের মতো ছুটতে থাকে, কান্নায় ভেঙে পড়ে। স্নেহের স্পর্শে ঘুরে তাকায়। মাথায় পিঠে হাত বুলিয়ে দেন মা মিলি চৌধুরী।বুকে জড়িয়ে ধরেন বন্যা আর আনন্দকে। ঘরে নিয়ে আসেন, হাতে তুলে দেন দুগোছা ফুল। "রাতেই তুলে রেখেছিলাম। শহীদদের সবাই শ্রদ্ধা জানাতে চায়। ফুলের জন্য কোন বাধাই আজ তাদের আটকাতে পারবে না। বাগানের দেয়াল তো সামান্য। যাও তৈরী হয়ে নাও।"
আনন্দ পড়ছে সাদা পায়জামা-সাদা পাঞ্জাবির সাথে কালো রঙের উত্তরীয়।আর বন্যা টকটকে লাল রঙের ফ্রক আর লাল পায়জামা। আনন্দ বলে ওঠে,"এটা তুই কি পরলি? আজতো শোকের দিন?" "বাবার স্মৃতি ধারণ করেছি।" ওর পক্ষ নেন মিলি- "ও ঠিকই বলেছে। তোমাদের বাবা প্রতিবাদ করেছেন, পিছু হটেননি। বুকের রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন বাংলাভাষাকে বাঙালি কত ভালোবাসে।"
সামনে আনন্দ আর বন্যা। পিছনে কালো শাড়ি পরা মিলি। হাতে আগুন রঙা পলাশ। গলি থেকে বের হতেই দেখা গেল আরো মানুষ এগিয়ে আসছে। আস্তে আস্তে বড় হচ্ছে মানুষের মিছিল। পথের ভাঙা কাঁচে পা কেটে গেল বন্যার। হয়তো আনন্দ আর মিলির‌ও। রক্ত বেরোচ্ছে পা থেকে। তবে কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মিছিলটি। কন্ঠে প্রভাত ফেরীর গান-
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/
আমি কি ভুলিতে পারি
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Koushik Kumar Guha গল্পটি আরও ............................,ভাল হতো।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

একটি শহীদ দিবসের সকালে শহীদ মিনারে ফুল দেওয়া , ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো নিয়ে বাঙালির ব্যাগ্রব্যকুল চেষ্টার বর্ণনা করেছি এই গল্পে।যার পেছনে লুকিয়ে আছে শহীদ দিবস নিয়ে আমাদের শ্রদ্ধা ভালোবাসা শহীদ দিবসের রক্তলাল ইতিহাস। এসব দিক বিচারে গল্পটি 'শহীদ দিবস' বিষয়টির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বলেই আশা করছি।

১০ ডিসেম্বর - ২০২০ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী