শেষ অথবা শুরু

ভালবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২৪)

romiobaidya
  • 0
  • ৫৪
হয়তো এই আমাদের শেষ দেখা
আর দেখা হবে না কোনোদিন;
তবু মনে রেখো,
মনে রেখো আমি ছিলাম তোমার কতকটা জুড়ে।
যদি মনে পড়ে সন্ধ্যার আকাশে
চাঁদ দেখতে দেখতে, তবে চাঁদের পাশে
মিটমিট করা সন্ধ্যাতারাকে দেখো;
যে চেয়ে থাকে চাঁদের মুখে নিষ্পলক চোখে।
যদি দুপুরে স্নান সেরে খোলা চুল এলিয়ে-
বসো বাতায়ন পাশে, গ্রিলে মাথা রেখে আনমনে
তখন যদি মনে পড়ে কোনো পরিচিত গানের সুরে-
তবে গুনগুন করে তোমার সুরেলা কন্ঠে
গেয়ে যেও সে গান,
বাতাস আমার প্রাণের বীণা বাজিয়ে যাবে।
যদি দিনের শেষে ক্লান্তি নামে অবশ দেহ জুড়ে
তবে মাথা রেখে বালিশে মনের যত কথা
ভাসিয়ে দিও খোলা চিঠির পাতায় পাতায়
নীল আকাশে স্বপ্নরঙা খামে।
হয়তো এই আমাদের শেষ দেখা,
তবু যদি চোখের জ্বালা হয়,
সূর্যোদয়ে বা সূর্যাস্তে দিগন্ত দে'খো অবাক চোখে
দূরের গায়ের শ্যামল ছায়ার পিছন থেকে
দেখতে পাবে, তোমার আমার যৌথ হাসি
আলোর রেখায় ছড়িয়ে আছে।
যদি গভীর রাতে বুকের ভেতর হঠাৎ করে
মোচড় দিয়ে ঘুম ভেঙে যায়,
বিন্দু জমে কপাল জুড়ে তবে জেনো-
আপাদমস্তক আমিই আছি
তোমার পাশে তোমার ভেতর তোমার হয়ে।
হয়তো এই আমাদের শেষ দেখা
অথবা এই আমাদের শুরু....।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ প্রিয় কবি ভাই।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০২৪
Faisal Bipu ভালো লাগলো
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২৪

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

হয়তো এই আমাদের শেষ দেখা আর দেখা হবে না কোনোদিন;

২১ অক্টোবর - ২০২০ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪