প্রতীক্ষা

শূন্যতা (অক্টোবর ২০২০)

  • ৫২
তুমি না আসলেই
দেখি, কবিতারা ভীড় জমায়…
তবু কেন যে শুধু – তোমাকেই
খুঁজে মরি – ভুবনডাঙ্গায়!

আসলে কি জান,
নীলুদাই অভ্যাসটা ধরিয়ে দিয়ে
চিরকাল কাটিয়ে গেলেন
কবিতার খ্যাতি নিয়ে…

আমার মত অনেকেরি
আজ এই একি জ্বালা।
মন খুঁজে মরে সান্নিধ্য
প্রাণ চায় কবিতার মালা।

সে যাই হোক না কেন,
কথাটা হচ্ছিল তোমার আসা নিয়ে…
যুগে যুগেই আমি আসি, প্রতীক্ষা করি,
আর ফিরে যাই, অলীক ওষ্ঠ ছুঁয়ে।

তাই বুঝি আমারি চির পিপাসিত মন
তোমার উষ্ণ ওষ্ঠের চুম্বন পিয়াসায়,
অহল্যা পৃথিবীতে বীজ বুনে যায় বারে বারে,
অথচ প্রতিবারি তা হারায় স্বপ্নের কুয়াশায়।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অনেক ধন্যবাদ ফয়জুল জী। আপনাদের ভাল লাগলেই আমার প্রয়াস সার্থক।
ফয়জুল মহী অসাধারণ ভাবনার অনবদ্য প্রকাশ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

নীলুদা, মানে সুপ্রসিদ্ধ সাহিত্যিক শ্রীযুক্ত সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখাগুলিই আমাকে কৈশোরে 'প্রেম' ব্যাপারটাকে উপলব্ধি করিয়েছিল। তার থেকেই প্রেমের গভীরতার অন্বেষণ... কোন মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি যখন, তখন অনেক কবিতা মনে আসত... কিছু লেখা হত, বেশির ভাগই হত না। এক সময় মনে হতে লাগল, আমার রক্ত-মাংসের প্রেমিকা আর আমার মানসী এক নয়। মনের মধ্যে যে – যার প্রতিচ্ছবি বাইরে খুঁজি, আর যে দেহধারী হয়ে সামনে আসে, তারা এক্কেবারে আলাদা... এই রক্ত-মাংসের রমণী সামনে আসলে আর কবিতার সৃষ্টি হয়না – অর্থাৎ আমার মানসীকে নিয়ে যে আনন্দ, জীবিতা প্রেমিকার সান্নিধ্যে তা উপভোগ করিনা। তাই শূন্যতা যে রয়েই গেল প্রতি জন্মে… মানে বারবারিত রক্ত-মাংসের ভোগ হল, সন্তানের জন্ম দেওয়া হল, সেই অনাবিল আনন্দ তো পেলাম না... নীলুদার উল্লেখ আমার জীবনে তাঁর যে প্রভাব রয়েছে -- সেটা ব্যক্ত করে তাঁকে সম্মান জানানোর জন্য। আশা করি পাঠকদের বোঝাতে পারলাম।

১৬ সেপ্টেম্বর - ২০২০ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫