ভোর হলে উঠে যাই, ঘুমভাঙা শহর দেখি—
আকাশও অবসর আমার মত বসে আছে একা।
মাকে বলি, "আর ক’টা দিন হতেই পারে কিছু,"
মায়ের চোখে জল তবু মা আশায় থাকে দেয় না বকা।
জুতা জোড়া পুরনো, তবু চলতে হয় হেঁটে,
সাক্ষাৎকার, ঘুষ, পরিচয়—এ যেন নতুন খেলা।
ডিগ্রি আমার দেয়ালে টাঙানো পোস্টার,
বাজারে যার দাম নেই জমাতে পারছি না জীবনের মেলা।
বন্ধুরা কেউ এখন প্রবাসী আছে সুখে,
কেউবা ব্যবসা করে হয়ে গেছে লাখপতী।
ভাত না খেয়ে ঘুমাই, কেবল চাকরির স্বপ্ন দেখি?
আর আমি? ক্লান্ত হাতে প্রতিটি দিন জীবন লিখি।
বাবা নে্ই, মা বলেন, “ছেলের যদি একটা সরকারি চাকরি হতো,”
হাত কাঁপে ফর্ম পূরণে, কত টাকা ঢালি শেষ তারিখ গেলে ।
আমার স্বাস্থ্য ভেঙ্গে যায়, শক্তি ক্ষয়ে আসে
দিন যায়, রাত যায় মনের মাঝে কেবল হতাসা মেলে।
প্রেম? ওটা তো ধনীর ছেলে’র অভ্যেস,
আমার কণ্ঠে প্রেম মানে দায়বদ্ধ নিঃশ্বাস।
সে-ও বুঝেছে, তার সময় নেই অপেক্ষার—
চলে গেছে, রেখে গেছে প্রেমহীন আশ্বাস।
বেকার বললেই যেন মানে—অযোগ্য, অলস,
কেউ বোঝে না, ঘাম জমে বুকের ভিতর।
আমি তো লড়ি প্রতিদিন নিজের সঙ্গে,
হার মানিনি, তবু হেরেছি সময়ের ভিতর।
একদিন আমিও বলব—“দেখো আমি পেরেছি,”
তার আগে শুধু একটু সম্মান চাই।
একটু সহানুভূতি, একটু বুঝতে শেখো—
বেকার মানে ব্যর্থ নয়—সুযোগ না পাওয়া এক সৈনিক, ভাই।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
একজন বেকার ছেলের দিনলিপি কবিতায় তুলে ধরা হয়েছে।
২৪ আগষ্ট - ২০২০
গল্প/কবিতা:
১১৬ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর,২০২৫