সিনথিয়া আলমারি থেকে নীল পাঞ্জাবি টা বের করে খাটের উপর রাখতেই ফরহাদ বলল, এই পাঞ্জাবিটা তো কখনো আমাকে পড়তে দিলেনা তাহলে শুধু শুধু রেখে দিয়েছো কেন ? আর কেনইবা যত্ন করে এত বছর ধরে আগলে রেখেছো ?
সিনথিয়া মুখে হাসি ফুটিয়ে বলল, এটা স্মৃতি স্মারক হিসেবে রেখেছি। কখনো যদি সম্পর্কের স্থিতিস্থাপকতা তোমার আর আমার মাঝে বিনষ্ট হয়ে যায় তখন স্মৃতি হিসেবে আমি এই নীল পাঞ্জাবিটাকেই চোখের সামনে মেলে ধরবো, ছুঁয়ে দেখব, তোমার অনুভূতি পাবো।
যদিও মুখে সিনথিয়া স্বামীকে কথাটা বলেছে কিন্তু তার মনের গহীনে রয়েছে অন্য কথা, অন্য অনুভূতি।
দশ বছর আগের স্মৃতি চোখের সামনে মরীচিকার মত চক চক করছে। রোহান তার ভালোবাসার মানুষ যে সব সময় নীল পাঞ্জাবি পড়তো তার স্মৃতি ভেসে উঠেছে। সে বলেছিল, সিনথিয়া যদি কখেনো আমি তোমাকে না পাই, কিংবা ভাগ্যের ফেরে তুমি অন্য কারো হয়ে যাও তবে একটা নীল পাঞ্জাবি কিনে যতনে রেখ দিও, আর আমাকে মনে করো।
সিনথিয়া সেটাই করে, একটা নীল পাঞ্জাবি কিনে রেখে দেয় তার কাছে। সেটাই রোহানের স্মৃতি স্মারক হয়ে থাকে তার কাছে ।
ফরহাদ ভাবে এই নীল পাঞ্জাবি একটা রহস্য আছে কিন্তু এর পিছনে কাহিনীটা কি সে আজও খুঁজে বের করতে পারেনি।
আর পারবে বলে মনে হয়না । সে ভাবে কিছু কিছু রহস্যের পিছনে ছুটতে নেই। হয়তো কঠিন সত্যটা বেড়িয়ে পড়লে , বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়বে।
সম্পর্কের স্থিতিস্থাপকতার সাথে এই নীল পাঞ্জাবির কি যোগসূত্র থাকতে পারে তার মাথায় ধরেনা।
ফরহাদের পাঞ্জাবী তেমন পছন্দ নয় । সে জুমার নামাজে আর দুই ঈদে পাঞ্জাবি পড়ে থাকে। সে নীল শাড়ি সিনথিয়াকে উপহার দিয়ে দেখেছে কিন্তু নীল পাঞ্জাবির সাথে এর কোন যোগাযোগ নেই।
সিনথিয়া তার নীল রং আর নীল পাঞ্জাবীর এই গোপন অধ্যায় মৃত্যু অবধি গোপন রাখবে। সে কেবল বছরে একটি দিন এই পাঞ্জাবিটা বের করে স্পর্শ করে। সেদিনটার কথা ফরহাদ জানে না।
এক দিন পৌষের অপরাহ্নে নিউ মার্কেট থেকে ফেরার সময় সিনথিয়া হঠাৎ গাড়ির কাচ নামিয়ে একজনের দিকে অপলক চেয়ে ছিল। তার চোখে মুখে ফুটে উঠেছিল করুন আর্তি। কিন্তু কার দিকে চেয়েছিল ফরহাদ ঠিক বুঝতে পারেনি।
জিজ্ঞেস করলে, গড়পড়তা উত্তর পেয়েছিল।
আসলেই সম্পর্কের স্থিতিস্থাপকতা জরুরী তা না হলে সম্পর্ক সামনের দিকে বয়ে নেওয়া যায়না। যেটা সিনথিয়া নীরবভাবে ফরহাদকে বুঝিয়ে দিয়েছে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
এক জন প্রেমিকা কিভাবে তার প্রেমের স্থিতিস্থাপকতা রক্ষা করে চলেছে সেটা গল্পে তুলে ধরা হয়েছে।
২৪ আগষ্ট - ২০২০
গল্প/কবিতা:
৯৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।