সময়ের স্থির চোখে ফিরে দেখি অতীতে সুখ-দুঃখের দিনগুলো-
ফড়িং এর মত চঞ্চলতা ছিল আমারও, ছিল জলের মত গতি
এখন স্থির হতে শিখেছি তোমাকে পেয়ে।
নক্ষত্রের অপার বিষ্ময় নিয়ে তোমার চোখে অপলক তাকিয়ে থাকি,
কখন যে প্রহর কেটে যায় গ্রহণ লাগা সময়ের
তুমি তা মনে করিয়ে দাও আমায় এক চিমটি আঁচড় কেটে।
স্বপ্নময় সময় উপহার দেব বলে প্রতিশ্রুতি দিয়েছি যখন;
একপাশে বৃষ্টি আর একপাশে হলুদ রোদ ঢেকে দেয় দিগন্ত
তখন ঘাসের গালিচায় পাশাপাশি বসে চন্দ্রাবান রাতে,
ভালোলাগার ঘোর না কাটুক জীবন ভর আমাদের।
তোমার বুকের জমিনে ফুটাতে দাও ভালোবাসার কিছু রক্ত গোলাপ
আমার স্মৃতির স্থিতিস্থাপকতা রিবাজ করুক তোমার হৃদয় কূলে
রঙিন ঘুড়ি শরতের বাতাসে স্থিতিশীলতা কেটে কেটে এড়িয়ে যায়
তোমার চুলের মত বেপড়োয়ারা হয়ে উড়ে যাবার লোভ সামলাতে পারেনা।
নাটাই ছেড়ে সুদূরে যাওয়ার সাধ্য যখন নাই, ফিরে আসতে হয়, ভালোবাসতে হয়
মধ্যবৃ্ত্তের বহমান জীবনের দিনগুলো এভাবেই কেটে যায় শঙ্খনীল কারাগারে।
আকাশের মত বিশলতা, সাগরের মত গভীরতা কেবল প্রেমিক মনেই
অমরত্বের আশায় ফুটে উঠে পদ্ম, তারপর ঈশান কোনের বায়ু
ঝড় হয়ে বয়ে যায়, যে আপন সেতো রয়ে যায় হয়না কখনও পর
ভুলে না যাওয়ার বর্মই মহান করে ভালোবসার ধর্ম ও ঐশ্বরিক আনন্দ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
কখনো কখনো স্থিতিশীলতা আনে আনন্দ, সুখ ও সুখস্মৃতি।
২৪ আগষ্ট - ২০২০
গল্প/কবিতা:
৯৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।