ক্ষতির খতিয়ান

ঘূর্ণিঝড় (জুলাই ২০২৪)

মোঃ মাইদুল সরকার
  • ৩১৩
বেগবান বাতাস আর ভারি বর্ষণ
রাতের অন্ধকারে নিয়ে এলো ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা
তারপর ঘন ঘন বিদ্যুৎ চমক আর ভয় জাগানিয়া আওয়াজ
মুহূ মুহূ বাজ পতনের শব্দে ভয়ার্ত শিশিুর কান্না যেন কেয়ামতের আলামত।


রাত্রি দ্বিপ্রহরের শোনা গেল মানুষের চিৎকার, কোলাহল
কিছু বুঝার আগেই কেউ ভেসে গেল জলের তোড়ে, কেউ তলিয়ে গেল জলের তলে
জীবন হাতে করে অনেকেই পালিয়ে বাঁচলো ঝড় জলের সাথে যুদ্ধ করে
মৃত্যুর তাড়া খেয়ে জীবনের মর্ম বুঝতে পেরে চোখে জল গড়িয়ে পড়ে মানুষগুলোর।

পরদিন সকালের আলো-ফুটতেই দেখা গেল ভিন্ন চিত্র
পড়ে আছে ভাঙা জিনিসপত্র, গৃহস্থের ব্যবহৃত সংসারের তৈজসপত্র
ভিজে বই, খাতা, এলোমেলো চাল ডাল ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে আরও কত কি
কিন্তু মানুষগুলো নেই একটি ঘূর্ণিঝড় লোকালয়কে ধ্বংসস্তূপ পরিণত করে ।

ঘূর্ণিঝড় কেড়ে নেয় মানুষের জীবন, কেডড়ে নেয় সংসার
কিছু মানুষ এই নির্মম দুঃসহ স্মৃতি নিয়ে বেঁচে থাকে আজীবন
কিছু মানুষ ভুলে যেতে চায় এইসব ঘূর্ণিঝড়ের দিন রাত্রি, এইসব হাহাকার আর মৃত্যু দৃশ্য
কিন্তু চাইলেই কি ভুলে থাকা যায় ক্ষতির খতিয়ান, কোথাও একটা ভয় যেন ঘাপটি মেরে বসে থাকে।

আবহমান কাল থেকে বাংলার মানুষ, বাংলার পুরুষ সংগ্রামী
তারা ঘুরে দাঁড়ায় আবার নতুন করে ঘর বাঁধে, সংসার সাজয় সাধ্য মত
বুক চিতিয়ে লড়াই করে এদেশের মানুষ রুখে দেয় ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা
আর সময়ের সাথে সাথে স্থমিত হয়ে আসে শোকের নদী, যে নদীতে চড় জাগেনা কখনো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রবিউল ইসলাম চমকপ্রদ তথ্য সাথে অলংকৃত বাস্তবতা। সবমিলিয়ে কবিতাটি সুন্দর লাগলো পড়ে।
doel paki ক্ষতির খতিয়ান পুরোটা মানুষকে দেখানো যায় না।
mdmasum mia তা ঠিক, আবহমান কাল থেকে বাংলার মানুষ সংগ্রাম করে বাঁচে। সুন্দর লিখেছেন ভাই।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ঘূর্ণিঝড়ের খয় ক্ষতির চিত্র কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

২৪ আগষ্ট - ২০২০ গল্প/কবিতা: ১১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "আতঙ্ক”
কবিতার বিষয় "আতঙ্ক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর,২০২৫