অভিমানের পাহাড় জমেছে তোমার বুকে, বলোনিতো আগে
হাসিমুখ দিয়ে যতনে লুকিয়ে রেখেছো সব বিষাদ, বুঝিনি তা
একবার যদি জানতাম তোমার অন্তরটাকে ভুল দূর হতো চোখের পলকে
দিলেনা সুযোগ, জ্বলে পুড়ে বুক জড়িয়ে ধরেছে সুখের অসুখ।
সম্পর্কের শেষ দিকে এসে অনুরাগের ছোঁয়াও গলাতে পারেনি তোমায়
কাচের দেয়াল টিকেনাতো বেশিদিন একদিন ঝরে যায় বজ্রাঘাতে
আমার হৃদয়ে ছিলনা অন্যকারো ছায় তবে কি করে তুমি কাটালে আমার মায়া
বুঝিনি লাভ-ক্ষতির হিসাব, আমার অভিযোগ আমার পাপ,কোথায় ইনসাফ ?
ফাগুনের কৃষ্ণচূড়া যতই ছড়াক রূপের ছটা দিন শেষে আসে পতনের ডাক
অভিমানী হৃদয় কতটা দূবির্ষহ হলে কেটে দেয় মায়ার বাঁধন করে সব ছিন্ন
আমার হাত ছেড়ে দিয়ে কোন কাননের ফুল হয়ে ফুটতে চাও বলনা
এতটা হৃদয়হীনা কি করে হতে পারলে, কি ছিল আড়ালে, আমাকে হারালে।
যদি আবার ফিরে পেতাম তোমায়, মুছে দিতাম ভুলে ভরা অভিমানের খাতা
চাইলে সব কিছুর পূর্ণতা পাওয়া যায়না জীবনে, কিছু হারাতে হয় অবলীলায়
পড়ন্ত সূর্য আর ফিকে আলোয় মনে করিয়ে দেয় পুরোনো সব কথা
হায় অভিমান কেড়ে নেয় মান, থামিয়ে দেয় গান থমকে যায় চঞ্চল প্রাণ।
সাফি
ফাগুনের কৃষ্ণচূড়ার মতই সুন্দর আপনার এই লেখনী। তাতে টকটকে লাল রঙ আছে আবার ফিকে হয়ে যাওয়ার ভয়ও আছে। আমি তো আপনার রঙে মুগ্ধ হলাম এবং আমার রঙের ছোট্ট প্যালেটটা থেকে আপনিও যাতে কিছুটা রঙ আপনার মনের আঙ্গিকে গ্রহণ করেন তার অনুরোধ রাখলাম কবি।
রবিউল ইসলাম
আপনার কবিতা যাস্ট অসাধারণ। এতোটা অভিজ্ঞতা নিয়ে লেখা এই প্লাটফর্মে এখনো পড়ি নায়। ভাইয়া, "আমি এতটা হৃদয়হীনা কি করে হতে পারলে, কি ছিল আড়ালে, আমাকে হারালে।"
কেন ভাই কেন আমাকে বলবেন এতো সুন্দর চিন্তাধারা কই পান।
কবিতার জন্য আমি আপনাকে হিংসে করি (হাসি সূলভ ভাবে)
রবিউল আশা করি ভাল আছেন। এখন পর্যন্ত এই কবতিাটার জন্য সবচেয়ে সুন্দর মন্তব্য হচ্ছে এটি। এতোটা অভিজ্ঞতা নিয়ে লেখা এই প্লাটফর্মে এখনো পড়ি নাই- লজ্জা দিলেন। অনেকেই অনেক ভাল কবিতা লিখেন বিশেষ করে আগের অনেক লিখা পড়লে বুঝতে পারবেন আগে অনেক ভাল কবিতা অনেকে এখানে উপহার দিয়েছেন। এমন হিংসে চলতে থাকুক, যেটা দ্বারা শুধু কাব্য চর্চা হবে(শেষে কমেন্ট পড়ে হাসি চলে এসেছে।) ধন্যবাদ।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
অভিমান যখন দূরে ঠেলে দেয় দেয় তখন সম্পর্ক ভেঙ্গে গেলে মনের যে অবস্থা হয় তা তুলে ধরা হয়েছে কবিতায়।
২৪ আগষ্ট - ২০২০
গল্প/কবিতা:
৯৬ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।