অনুতাপ

ভয় (জুলাই ২০২০)

Nusrat Shabnam
  • ১২৬
আজ পূর্ণিমা রাত| পুকুরের স্তব্ধ পানিতে চাঁদের ছায়া পড়েছে| মনে হচ্ছে পুকুরটা আকাশের রূপ ধারণ করেছে| পুকুরের এক পাশে জোনাকিরা উড়োউড়ি করছে|
হালকা বাতাসের ছোঁয়ায় পুকুরপাড়ের গাছের পাতাগুলো কিছুক্ষণ পর পর নড়ে উঠছে, তাতে এক অদ্ভুত শব্দের সৃষ্টি হচ্ছে| ভাঙা ঘাটে বসে অপলক দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছে রেজা| দূরের কোনো এক মসজিদ থেকে এশার আজান শোনা যাচ্ছে|
এককালে এমন সময় ওযু পড়ার জন্য পুকুরে ভীড় জমতো, বাড়ির মানুষের ভীড়| মা-চাচীরা খালুই ভর্তি চাল নিয়ে আসত ধোয়ার জন্য, নামাজ পড়ে ভাত রাঁধবে বলে|

রাত বেশি অন্ধকার হলে সঙ্গে লণ্ঠন নিয়ে এসে ওযু পড়ত| দলবেঁধে আসত কিশোরী মেয়েরা, বাড়ি থেকে পুকুরঘাটে আসতে-যেতে কতই না গল্প তাদের| জোয়ান ছেলেরা ওযু পড়ে টর্চলাইট দুলিয়ে দুলিয়ে রওয়ানা দিত মসজিদের উদ্দেশ্যে| তবে আজ পুকুরের ধারে কাছে কেউ ঘেঁষতে চায় না| কারণ তাদের মনে ভয়| মিতুর আত্মার ভয়| ৫ বছর আগে এই পুকুরে পরে অকালেই মারা যায় মেয়েটি| ভাইয়ের সাথে পুকুরপাড়ের ঝাড়ে ফুল তুলতে গিয়েছিল| একসময় ফুল নিয়ে ভাই-বোনের মধ্যে ঝগড়া বেঁধে গেলে মিতু বাড়ির দিকে দৌড় দেয়| তখনি পা পিছলে সে পুকুরে পড়ে যায়| তখন তার বয়স পাঁচ বছর| ঘটনাটি বুঝতে অক্ষম হওয়ায় কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থাকে তার ৩ বছরের বড় ভাই, তারপর বাড়ি থেকে সবাইকে ডেকে আনে| তবে মিতুকে বাঁচানো যায় না| তারপর থেকে বাড়িতে ঘটে যাওয়া প্রতিটি অদ্ভুত কাণ্ডের জন্য মিতুর আত্মাকে দায়ী করা হয়|

অনেকে এই ভয়েই বাড়ি ছেড়ে চলে গেছে| তবে আজ এই পূর্ণিমা রাতে মিতুর আত্মা রেজাকে ভয় দেখাতে পারছে না| নিজের বোনের মৃত্যুর জন্য দায়ী হওয়ার ভয়ই যেন তাকে গ্রাস করে ফেলেছে, সে মিতুর কাছে মাফ চেতে চায়, প্রায়শ্চিত্ত করতে চায়, তবে কীভাবে?

পুকুরের পানিতে লাশ ভেসে উঠে| মিতু রেজাকে জিজ্ঞেস করে, ''এ তুমি কি করলে ভাইয়া?'' রেজা উত্তর দেয়, ''তোর খুনিকে শেষ করে দিলাম|''
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ভাবনার জানালাটা চমৎকার।

২২ জুন - ২০২০ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "আতঙ্ক”
কবিতার বিষয় "আতঙ্ক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর,২০২৫