বর্ষা এলে বর্ষা এলে
আমি আমার জীবনের নৌকা ভাসাই ভরসার জলে,
উথাল পাথাল টেউ তুলি সংসার সমতলে,
ইচ্ছের টাপুরটুপুর গড়ি জুঁই কামিনীর ঘন জঙ্গলে,
প্রেম যমুনায় স্নান করে ফিরি রাধার ভেজা আঁচলে।
বর্ষা এলে বর্ষা এলে।
বর্ষা এলে বর্ষা এলে
কিশলয় মন চারিদিকে শুধু সবুজের খেলা খেলে,
স্রোত হয়ে যেদিকে ইচ্ছে যায় সে ভেসে চলে,
ছলাৎ ছলাৎ রাঙা স্বপ্ন হয়ে কত কথা যায় সে বলে,
বুকের ভেতরে রিমঝিম ঝিরঝির টুপটুপ সুর তোলে।
বর্ষা এলে বর্ষা এলে।
বর্ষা এলে বর্ষা এলে
জানলায় আমি একলা মুখ ছিটেফোঁটা বৃষ্টির করতলে,
তোমাকে দেখার এই মেঘ এই রোদ্দুরের দোলাচলে,
ভিজতে ভিজতে পাখিদের পালকের মত কাদাজলে
তোমার সঙ্গে হৃদয়ের মোহনায় আমার সঙ্গম চলে।
বর্ষা এলে বর্ষা এলে।
বর্ষা এলে বর্ষা এলে
আমার এ কুল ভাঙা ও কুল গড়া সংসার বয়ে চলে,
ভরা পুকুরে আমি সাঁতার কাটি হাঁসেদের পাখনা মেলে
ঝাপসা দূরে ফিরছে পথিক আমারই উজান বিহ্বলে,
নোনা গন্ধের রেশ কাটিয়ে এবার নবান্ন হবে মাঠ ফসলে।
বর্ষা এলে বর্ষা এলে।
বর্ষা এলে বর্ষা এলে
তোমাকে দেখি আমি প্রথম বৃষ্টির আষাঢ়ী চোখ মেলে
পেখম মেলে দিই আমি মেঘমেঘ ময়ূরী ডাকার ছলে,
রাত জাগা আবেশ ঘন তোমার প্রেমের বাহুতলে
টুপটুপ বৃষ্টির ফোঁটা আমার জীবনী এভাবেই লিখে ফেলে।
বর্ষা এলে বর্ষা এলে।
আমার জীবনে বর্ষা এলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
বর্ষা এলে বর্ষা এলে
আমি আমার জীবনের নৌকা ভাসাই ভরসার জলে,
উথাল পাথাল টেউ তুলি সংসার সমতলে,
ইচ্ছের টাপুরটুপুর গড়ি জুঁই কামিনীর ঘন জঙ্গলে,
প্রেম যমুনায় স্নান করে ফিরি রাধার ভেজা আঁচলে।
বর্ষা এলে বর্ষা এলে।
বর্ষা এলে বর্ষা এলে
কিশলয় মন চারিদিকে শুধু সবুজের খেলা খেলে,
স্রোত হয়ে যেদিকে ইচ্ছে যায় সে ভেসে চলে,
ছলাৎ ছলাৎ রাঙা স্বপ্ন হয়ে কত কথা যায় সে বলে,
বুকের ভেতরে রিমঝিম ঝিরঝির টুপটুপ সুর তোলে।
বর্ষা এলে বর্ষা এলে।
বর্ষা এলে বর্ষা এলে
জানলায় আমি একলা মুখ ছিটেফোঁটা বৃষ্টির করতলে,
তোমাকে দেখার এই মেঘ এই রোদ্দুরের দোলাচলে,
ভিজতে ভিজতে পাখিদের পালকের মত কাদাজলে
তোমার সঙ্গে হৃদয়ের মোহনায় আমার সঙ্গম চলে।
বর্ষা এলে বর্ষা এলে।
বর্ষা এলে বর্ষা এলে
আমার এ কুল ভাঙা ও কুল গড়া সংসার বয়ে চলে,
ভরা পুকুরে আমি সাঁতার কাটি হাঁসেদের পাখনা মেলে
ঝাপসা দূরে ফিরছে পথিক আমারই উজান বিহ্বলে,
নোনা গন্ধের রেশ কাটিয়ে এবার নবান্ন হবে মাঠ ফসলে।
বর্ষা এলে বর্ষা এলে।
বর্ষা এলে বর্ষা এলে
তোমাকে দেখি আমি প্রথম বৃষ্টির আষাঢ়ী চোখ মেলে
পেখম মেলে দিই আমি মেঘমেঘ ময়ূরী ডাকার ছলে,
রাত জাগা আবেশ ঘন তোমার প্রেমের বাহুতলে
টুপটুপ বৃষ্টির ফোঁটা আমার জীবনী এভাবেই লিখে ফেলে।
বর্ষা এলে বর্ষা এলে।
আমার জীবনে বর্ষা এলে।
২৬ মে - ২০২০
গল্প/কবিতা:
২৬ টি
সমন্বিত স্কোর
৪.৭৯
বিচারক স্কোরঃ ২.১৯ / ৭.০পাঠক স্কোরঃ ২.৬ / ৩.০
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।