মানুষ রাজা

ভয় (জুলাই ২০২০)

দীপঙ্কর বেরা
মোট ভোট ১০ প্রাপ্ত পয়েন্ট ৫.১
  • ১১
  • ৩০৪
আমি ভয় পাই বিড়ালকে
আমি ভয় পাই কুকুরকে
আমি ভয় পাই সাপ খোপ রাক্ষস খোক্ষসকে,
বাঘ সিংহ হাতি গণ্ডারের সামনে আমি কখনও পড়ি নি
তবে ভয় পাই।
আর সবচেয়ে বেশি ভয় পাই মানুষকে।
যখনই সামনাসামনি হই
বুকের ভেতরে কেমন একটা করে
এই বুঝি সৌজন্য বিনিময় করতে করতে
ভালোবাসা পেতে পেতে কিংবা দিতে দিতে
কিছু কথাবার্তা বলতে বলতে শুনতে শুনতে
পাশাপাশি চলতে চলতে
একে অপরের দিকে দেখতে দেখতে
যদি কথার প্যাঁচে ফেলে
যদি তীক্ষ্ণ দৃষ্টি দেয়
যদি চেপে ধরে যদি আঘাত করে
যদি শেষ করে দেয়
তাহলে আমি কি করব? কোথায় যাব?
কার কাছে দাঁড়াব?

তারপরেও সেই মানুষের কাছে আমাকে দাঁড়াতে হয়
নিজেকে দেখাতে হয় দেখতে হয়
নিজেকে চেনাতে হয় চিনতে হয়
নিজেকে শোনাতে হয় শুনতে হয়
সেই সাথে ভয়ও হয়।
কুকুর বিড়াল বাঘ সিংহ হাতি গণ্ডার
এরা শুধু বাঁচার জন্য ও খাদ্যের জন্য
তেড়ে আসে আক্রমন করে আমাকে ভয় দেখায়।
কিন্তু মানুষ স্বার্থের জন্য নিজের অহংকারের জন্য
নিজের শ্রেষ্ঠত্বের অপব্যবহারের জন্য
পৃথিবীর বুকে ভয় কায়েম করে।
একে অপরের সাথে
লোকভয় রাজভয় রোগভয় ভোগভয়
মানভয় দানভয় উত্থানভয় পতনভয়
দীনতার ভয় হীনমন্যতার ভয় দেওয়া নেওয়া করে।
বড়লোককে দেখে গরীব ভয় পায়
বাবুকে দেখে সাধারণ ভয় পায়
রাজনীতিক দেখে জনগণ ভয় পায়
অফিসার দেখে কর্মচারী ভয় পায়
কর্মচারীদের দেখে পাবলিক ভয় পায়
প্রশাসক দেখে জনতা ভয় পায়।

এভাবে ভয়ের ঘুর্ণিপাকে ঘুরছে যুগান্তরের চাকা,
এই বুঝি আমার স্খলন হল
আমি চাপা পড়ে যাব দুনিয়ার দস্তুরে
আমি আর আমি থাকব না
সবাই হয়ে যাব তুমির দেশ
তারপর সে তারপর আমি এক অতীত।

এখন ভয়ে ভয়ে হাত ধুই
ঘষে ঘষে গায়ের ময়লা তুলি
জামা কাপড় সব জীবানুমুক্ত করি
তবু মনের ভেতরে থেকে যায় ভয়
এই বুঝি আমাকে আক্রমন করল
আমি শিকার হয়ে গেলাম জীবনের
আমি যে অনেক অনেক মানুষ পেরিয়ে
তারপরে ঘরে আসতে পেরেছি
সিনির সাথে দুদণ্ড বিশ্রামের আশায়।

তারপর সকাল হয়
আমার পাশে আমার মনের মানুষ
মন দেওয়া নেওয়া পরিবার পরিজন
তাদের মানুষ কূজন।
তখন আর ভয় করে না
আমি তখন ভয়হীন মানুষ রাজা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নীলাঞ্জনা নীল অভিনন্দন
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
আরমান আহমেদ শুভেচ্ছা
অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
পুস্পিতা আখি অভিনন্দন ও শুভেচ্ছা
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
শ্রাবনী রাজু অভিনন্দন
আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
আমজাদ হোসেন শুভেচ্ছা
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
Abu Umar Saifullah ভালো লিখেছেন ।
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ভয় পাই শুধু মানুষকে। কেন না মানুষই যে মানুষকে মূল্যায়ন করে। যোগ্যতা হয় হীনমন্য

২৬ মে - ২০২০ গল্প/কবিতা: ২৭ টি

সমন্বিত স্কোর

৫.১

বিচারক স্কোরঃ ২.১ / ৭.০ পাঠক স্কোরঃ ৩ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "হতাশা”
কবিতার বিষয় "হতাশা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর,২০২৫