তোমার কাছে কষ্ট মানে কি জানিনা ,
সেকি বিলাসির ক্ষোভ নাকি দারিদ্রের কান্না?
তোমার কাছে কষ্ট হয়তো কাজল ধোয়া জল-
মলিন মুখের জলের দাগটি থাকে তোমার অগোচরে।
তুমি খোঁজো কষ্ট গল্পের ভাষায়, কবিতার আকারে
সত্যিকারের কষ্টটুকু তোমার বড্ড ঘেন্না করে!
শিল্পের ছোয়ায় আঁকো ক্রন্দনরত ভিখারি,
আর ক্ষুধিতের কষ্ট রয়ে যায় ক্যানভাসে বাইরে।
তোমার কাছে কষ্ট যদি হয় একটি র্নিদিষ্ট ফ্রেম
তাহলে তুমি আর যাই পারো,
কষ্ট চিনতে পারো না।