দু:খ মোদের জীবন সাথী,কষ্টে মোরা চলি
সুখের নাগাল পাইতে মোরা সুখীদের কথা বলি।
এ জগতে সবার কষ্ট কিন্তু এক রকম নয়
কষ্ট কিন্তু সবাই করে,তবে তা কম বেশী হয়।
যাদের আছে ভুরি ভুরি, তারাও নাকি কষ্টে আছে
এদের কষ্ট চাওয়া পাওয়ার, বুঝবে একদিন পাছে।
গরীবদের খাওয়ার কষ্ট, খাওয়া পেলেই তারা খুশি
বড়লোকদের কষ্ট হয়,টাকা না পেলে বেশী বেশী।
মন:কষ্ট বড় কষ্ট যারা মনের মধ্যে চিন্তা লালন করে
চিন্তায় চিন্তায় তাদের শুধু কঠিন রোগ ধরে।
অর্থ থেকেও যারা আরও অধিক অর্থ চায়
তারাও কষ্টে থাকে টাকা না পাওয়ার চিন্তায়।
অল্পতেই যারা খুসি থাকে,তারাই জগতে সুখী
কষ্ট তাদের মনে হয় না,যদিও হয় তারা দুখী।
অন্যের সুখে কষ্ট পায়, এমনও অনেক লোক আছে
হিংসাও কিন্তু কষ্টের কারণ বুঝবে তুমি পাছে।
নিজের যা আছে তাই নিয়েই খুসি তুমি থাকো
এতে তুমি ভাল থাকবে,কষ্ট পাবে নাকো।
অন্যের কষ্ট দেখে যদি ব্যথিত তুমি হতে পারো
কষ্ট তোমায় স্পর্শ করবে না,সুখ পাবে আরও।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Omor Faruk
মন:কষ্ট বড় কষ্ট যারা মনের মধ্যে চিন্তা লালন করে
চিন্তায় চিন্তায় তাদের শুধু কঠিন রোগ ধরে।
অর্থ থেকেও যারা আরও অধিক অর্থ চায়
তারাও কষ্টে থাকে টাকা না পাওয়ার চিন্তায়।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
ধনী গরীব সবারই কষ্ট থাকে।তবে তা এক রকম নয়। অন্যের সুখ দেখে অনেকেরই হিংসা হয়,এই হিংসা থেকেও কষ্ট হয়। জগতে নিজের যা আছে তাই নিয়ে খুসি থাকতে পারলেই কষ্ট স্পর্শ করতে পারবে না।
২০ মে - ২০২০
গল্প/কবিতা:
৪৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।