দুঃখে মোদের জীবন গড়া কষ্টে মোরা চলি
সুখের লাগিয়া মোরা, সুখীদের কথা বলি।
মনের মধ্যেই সুখ আছে বুঝতে যারা পারে
তারাই প্রকৃত সুখী, কষ্ট তাদের নাইরে।
আয় রোজগার যাই হোক যদি খুশি থাক
তাতেই তোমার সুখ আসবে, কষ্ট হবে নাকো।
অর্থ সম্পদে চিন্তায় চাহিদা যদি বাড়ে
অস্থির থাকবে মন, সুখ পাবে নারে।
অল্পতেই খুশি থাক, তবেই সুখ পাবে
এই কথাটি মনে রেখো, সুখী তুমি হবে।
ধনসম্পদের চিন্তা বাদ দিয়ে পরকালের চিন্তা কর
জীবন যেভাবেই কাটুক তোমার, শান্তি মত মরো।
এজগতে প্রকৃত সুখী হলে,কষ্টকে সাথী কর
কষ্টের মধ্যে দিয়ে সুখের পথ ধর।