থিতু হওয়া ঋতু-শরৎ কাল

শরতের সকাল (আগষ্ট ২০২৩)

মশিউর ইসলাম (বিব্রত কবি)
  • ৫১
ঘন বর্ষার দিগ্বিদিক ছোটাছুটির অবসান এই সকাল,
আবির্ভূত উন্নাসিক স্নিগ্ধতায় কোমল প্রেম শরতকাল।

মুক্ত মেঘের আকাশজুড়ে শিমুল তুলোর ঢেউখেল, সাদা মেঘে নোঙর করা এক কল্পনার উড়ালনাও।
এবার উদাস হওয়ার পালা!
আমনের নাকছোয়া ঘ্রাণ পাবার উৎফুল্ল সবুজ চারাগাছ,
সে দোলে, সুরের ঝংকার তোলে, মন মাতোয়ারা।

আদিগন্ত মাঠ, নতুন বাহারে দুর্বা ভিজে যায় নম্র শিশিরে,
স্নান করে মন,শেফালি-শিউলি হরেক আর সাদা কাশফুলে।

বিলজুড়ে মেখে রাখে প্রেমের শুভ্র সাদা শাপলা, গভীর আলিঙ্গনে নতুন ফোঁটা লালের আলাপন।
জিহ্বার আগাগোড়া জল আসা স্বাদ!
সর্বাগ্রে জলপাই,আমলকী মুখ আস্বাদন, এখানে প্রেমে পরে হারিয়ে যাওয়া শৈশব, করমজা চালতায়।

কালেকালে কত বিবর্তন হয়ে গেছে আকাশ-জমিন-ধরা;
এসেছে বান গেঁড়ে শুষ্কতার আনাগোনা,মাটিতে নেমেছে ক্ষরা।

প্রানের মাচায় বাজে গো বাঁশি, রাখাল মেলায় সুর, চোখ ধাঁ ধাঁ,কপালে উঠেছে চিত্তাকর্ষক ঋতু।
বা'পাশটা তবু খেয়ালে হারায় কভু!
হৃদয়ে তবু আসিবার লাগি প্রেমময় সুধা, জানাতে গিয়ে ব্যর্থ আজি হিতৈষী গননা।

সুজলার বান যে মারা বারমাসি পেটে,থাকছে না হয়ে থিতু;
অকাল মুছুক, আসুক প্রভাত নিয়ে নামুক খুশি এই শরৎ ঋতু।





পাগাড়, ঝিনু মার্কেট
১৩/৭/২৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওমর ফারক দারুন
অসংখ্য ধন্যবাদ কবি প্রিয়।
ফয়জুল মহী বাহ্ দারুন অনুভুতির প্রকাশ
কৃতজ্ঞতা জানবেন, ধন্যবাদ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমার কবিতায়, শরতকালের সব বর্ণনা করা আছে। যেমনটা,, ফুল, ফল ঋতুর প্রকৃতি সব বর্ণনা করা হয়েছে। এ ছাড়া প্রেম ফুুটিয়ে তোলা হয়েছে এই ঋতুর আবহে,আবেগ, অনুভূতি একান্ত ভারসাম্য রাখা হ'য়েছে।

২০ মে - ২০২০ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪