প্রবাসী ছেলের বিলাপ

মা আমার মা (মে ২০২১)

স্বপন চক্রবর্তী
  • 0
  • ৭৪
মাগো আমি সন্ধ্যে মেখে ফিরছি গুহায়, অন্ধকারে।
তারার দেশে, তুমিও কি ভীষণ একা?
আমি তেমনি শিকড় ছিঁড়ে ঘুরছি দেশে,দেশান্তরে।
এক জীবন, পণ্য হয়ে বেঁচে থাকা।

পাখির ঠোঁটে খুঁটতে দানা তোমায় ফেলে, এলেম চলে।
সেদিন থেকে পথের পর পথ পাল্টে,
রং বে রঙের বিজ্ঞাপনে হরেক কিসম, স্বপ্ন মেলে,
জান্নতটাই খুঁজে বেড়াই গলির মুখে।

মানুষ জানে, একলা ছাদে জমিয়ে রাখা সাদা কালো ।
মনখারাপের জানলা খুলে,
ঠিক কতটা বৃষ্টি হলে ,
জীবন ফেরে বিজ্ঞাপনে, জমাট বাঁধে নিওন আলো ।

আঁচল ধরে দুলে দুলে, নামতা পড়া ছেলেবেলা।
এখন শুধু পালক পরে এক দুখানা,
স্মৃতির উঠোন, পাঁচিল তোলে বিষন্নতা।
মাগো আমার দেয়াল জুড়ে কান্না পাতা।

আমি পুড়ছি দেখো বেহুঁশ জ্বরে ।
মোমের মতো গলে গলে ফুরিয়ে যাওয়ার আগে
মাগো আরেকটি বার আসবে ফিরে ,
তোমার হাতের আঙ্গুল ছুঁয়ে হুশ ফেরাতে।

এসেছিলেম ভাসতে সুখে এবার বুঝি ডুবেই মরি।
মাগো মুঠো আলগা হলে ছাইয়ের ঢিপি সারি সারি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

১২ মে - ২০২০ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫