সাগরে সফেন ঢেউ। জীবনেরও বদল তারিখে।
দূর থেকে যে দেখা,ব্যস্ত আনাগোনা দিনভোর,
সে বিনুনি বাধা মন। যেখানে স্বজন পরিবার,
শস্য মাখা হাত আপনি উঠে আসে চেনা মুখে।
তবু পরিচিত মুখও পাল্টায় বৈভবের বিলাপে।
বাজারে বিকচ্ছে বিলাসী সুখ। মঞ্চ বেঁধে,
কাঁচের ওপারে লাল নীল মুগ্ধতা থরে থরে
তরলে তামাকে ফুলকি, সন্ধে ভেঙেচুরে।
অজানা সুখ খুঁজে নিতে পথে নামে লোকে।
যে পথে স্বপ্ন ডোবে নিয়মিত লবন বিষাদে।
সূর্য ফিরিয়ে দিয়ে কোনো এক দূরের বিকেল,
অভিমান,অভিযোগ, যাতনার পাটাতন খুঁড়ে
পশরা সাজায় সাপের খোলস আর কঙ্কাল জুড়ে,
সুখের দখল নিতে বহুমুখী সন্ত্রাস চলে।
লকলকে লালসা বেড়ে ওঠে ডাল পালা মেলে।
খাদের কিনারে দাঁড়িয়ে যে দুটি চোখ আজ ঝাপসা,
তারও তো বালির ঢাল বেয়ে বয়স এলিয়ে পড়ে
গাছের ছায়ার মতো। মন চলে ছায়াবীথি ধরে
দিকচিহ্নহীন পথে। সেটাও তো কেবলই শূন্যতা।
মাটিতে ছড়িয়ে - মাটি চাপা দু চোখের পাতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
স্বপন চক্রবর্তী
দাদা, আপনি যেভাবে উৎসাহ দেন, শুধু আমাকে নয় সবাইকে, সেটা সত্যি খুব বিশাল ও মহৎ কাজ। আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
সত্যি বলতে কি এখানে সবাই এতো ভালো লেখে, কেউ কিছু না বললে, মনেহয় আমার লেখাটা খুব বাজে হয়েছে। কবি বা লেখক তো নই, আপনাদের উৎসাহতেই সাহস পাই, কিছু একটা লেখার চেষ্টা করি।
একটা কথা জানার ছিল, আমার লেখাগুলোতে গত তিনটে সংখ্যাই ভোট বন্ধ মানে তো বিচারকের কাছে যাওয়ার রাস্তাও বন্ধ,এটা কেন একটু বলবেন। আমি মেইল পাঠিয়ে জানতে চেষ্টা করেছি কিন্তু কোনো উত্তর পাই নি।
সবার কাছেই অনুরোধ,যদি কেউ এই লেখাটা পড়েন এবং কারণ জানেন, দয়া করে জানাবেন।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
শুন্য দিয়ে শুরু, সেই শুন্য দিয়েই শেষ জীবনবৃত্ত । মাঝের পথটুকু - অজানা সুখের খোঁজে কাচিয়ে কুচিয়ে, কেরে কুরে ব্যাগভরে সঞ্চয় হয় যে বিলাসিতা, সেও তো নিতে পারা যায় না চিতায় বা কবরে । জীবন সুমুদ্রের ঢেউয়ের মতোই পরিবর্তনশীল প্রতিনিয়ত, বিলাপে বিলাপে ভরা এ পথ এক চমৎকার নকশিকাঁথা।
১২ মে - ২০২০
গল্প/কবিতা:
৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।