বেহিসেবি প্রেম

প্রত্যাশা (আগষ্ট ২০২০)

স্বপন চক্রবর্তী
  • ৮৫
বাঁক পেরোতেই মেঘের দেখা, উচ্ছলিত নীল শাড়ি,
আমি তখন সদ্য কলেজ, আমি তখন বেশ আনাড়ি।
পুব আকাশের নরম নীল, সোনা বরণ সাজ ,
আমি তখন মাস্তুলে ঝড়, ডুবন্ত জাহাজ।
ফাগুন এলে শিমুল বনে চোখ রাখা দায়,
একটানা দিন, একটানা রাত, স্বপ্ন দেখায়।

মেঘ হাসিতে টাটকা সবুজ, তুমুল জলোচ্ছ্বাস,
ডিঙিয়ে উঠোন মেঘ দুয়ারে জমাট বাধে শ্বাস।
আলতো করে শুধাই তারে ," আমার হবি ?"
তোকে নিয়ে দেখতে যাবো আকাশ ঘেরা নদী।
ঝাঁকড়া মাথা নীলমণি, নীল নকশা মাদুর পাতে,
মুক্ত বেণী ফুলের সাজে, স্বপ্ন বোনে জোছনা রাতে।
নিবিড় তৃণে প্রেমের নেশা, দানা বাধে শিশির ফোঁটা।
পাহাড় বেয়ে গড়িয়ে পরে গল্পে গাথা সেসব কথা,
গড়িয়ে পরে নদী হয়ে প্রেমিকের প্রণয় সোহাগ,
কাহিনীরা উপচে ওঠে, দু-কূল ভাসে রাগ-অনুরাগ।

মেঘ বললো "এবার থাম, এসব হাবিজাবি,
গোলমেলে তোর কথা, শুনবো কেন- তুই কি কবি ?"

কবি ছেড়েছে বহুদিন, আজও আমি প্রেমিক,
দু-মুঠো স্বপ্ন আছে, বাকিটা নেহাত আঞ্চলিক।
আছে কাশ বন, রাতের আকাশ, জোনাকিরা জ্বলে বারোমাস,
সদ্য ফোঁটা সবুজ পাতা, আগলে রাখে রুদ্র পলাশ।

মেঘ বললো " শুনবো না তোর আবোলতাবোল,
এসব ছাই-পাস্। ভালোবাসলে কি দিবি বল ?"

তোকে দেব আমার পুণ্য,ধর্মকর্ম, লগ্ন থেকে রাশি,
ঘোর তিমিরে জ্বালিয়ে দেব আকাশ ঝাড় বাতি।
আমার ভাগে যতটা দিন, যতটা আলো দশ দিক,
লাল কানকো জমানো শ্বাস, যা কিছু আছে আন্তরিক।

ভাসতে ভাসতে মেঘ বললো " তোর জন্য কি নিবি ?"
প্রত্যাশা তো ছিল না কখনও, প্রেম বড়ো বেহিসেবি,
ভালোবাসা কবে হিসেব কষেছে নুড়ি পাথরের পরিমিতি।

ভালো যে বেসেছি এটাই তো সুখ, চাস তো ভেজা নয়তো মার,
জন্মের আগেও ছিলাম,পরেও আসবো , ফিরে আসাটাই অধিকার ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রুহুল আমীন রাজু শব্দের সুন্দর গাঁথুনি
ফয়জুল মহী মনোমুগ্ধকর কথামালায় প্রতিশ্রুতিশীল লেখা । কোমল পরশে শ্রুতিমধুর  চয়ন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রকৃত ভালোবাসা স্বার্থহীন, শর্তহীন,অসীম,অশেষ। যুগ যুগ ধরে বহমান অন্তহীন অনুপ প্রেম আজও বাঁচিয়ে রেখেছে গাছ, ফুল, পাখি আর প্রেমের প্রেমিক প্রেমিকাকে। ওদের মৃত্যু নেই। যথার্থ ভালবাসায় অন্যের কাছ থেকে অর্জন করার বাসনা থাকে না তাই প্রত্যাশাও নেই কোনো। যেখানে ভালোবাসা থাকে সেখানে জমা-খরচ বা দেনা- পাওনার হিসাব কষা যায় না।

১২ মে - ২০২০ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী