ভালবাসার প্রহর

কষ্ট (জুন ২০২০)

Masum
  • ৬২৩

খোলা আকাশ একাকী বসে আছি আমি°
শ্রাবণের মেঘ জড়ো হয়েছে আকাশে°
টিপটিপ ঝরছে বর্ষা°
আনমনা হয়ে ভাবছি তোমায়°
তুমিও কী এভাবে ভাবছো আমায়?
নাকি অন্য কোনো ভাবনায় ডুবে আছো তুমি?
না, সে কি করে হয়° তুমিও ভাবছো আমায়°
বসে কোনো নিঝুম নিরালায়।
একাকী ঝরছে তোমার আঁখী জল°
যেভাবে মেঘ থেকে ঝরে শ্রাবণ ঢল।


আজ বৃষ্টিটা কেমন যেন লবনাক্ত লাগছে°
এ যেন সেই লোনা জল°
যা তোমার নিস্পাপ হৃদয় থেকে মায়াবী আঁখী ভেদ করে,
অবলীলায় ঝরে পরেছে।
এ'তো তোমার আঁখী জল।
যা আমি এক নিষ্ঠুর ঠাট্টার বশে,
এক অবিরাম মায়বী জোৎস্না রাতে ঝরিয়ে ছিলাম,
তোমার ঐ নীঁলাভ নঁয়ন যুগোল থেকে।
আমি ভুলিনি সে দিনের সেই স্মৃতি°
যা আজও আমার হৃদয়
প্রতি মুহূর্তে নিষ্পেসিত করে তোলে।
আজও আমি ভাবছি তোমায় বসে,
খোলা আকাশের এক কোণে°
হৃদয়ে নিয়ে অফুরন্ত ভালবাসা ।

রচনাকালঃ ঢাকা, ১৮-০৮-২০১৪ইং | সময়ঃ ১১ঃ৩০মিঃ(পিএম)

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Masum অসংখ্য ধন্যবাদ
ফয়জুল মহী অনিন্দ্য সুন্দর লেখনী ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

রাত প্রহরে যখন ভালোবাসার মানুষ টি কাছে থাকে না সেই সময় তারকথা মনে করে তাঁর শাতে কাটনো স্মৃতি , মনে করে যে বিরহ এবং কস্টের সময় অতিবাহিত হয় ঠিক তখন যে অসিম প্রহর জা আর শেষ হতে চায় না। ঠিক তখন ই এমন কবিতা গুলো রচিত হয় কোন এক ব্যাকুল প্রেমিকের হৃদয় থেকে । ঠিক তেমনি ভাবে কবিতা টি রচিত হয়েছিলো ২০১৪ সালে শেষ দিকে। আমি তখন মাত্র এইসএসসি শেষ করেছি। তবে কবিতাটি কোন পত্রিকা কোন সংবাদ মাধ্যমে আজও প্রকাশ করা হয় নাই। আর জানি না কেমন হয়েছে কতাহ গুলো সত্যি আমার মনে আর আপমার ভাবনা থকে আশা ভালবাসার প্রহর। তাই নামটা পুরোপুরি সমঞ্জস্যপূর্ণ কবিতার সাথে।
আর জারা কবিতাটি পরবেন যদি এওন কষ্ট আর বিরহ সময় কখনো বা এখন অতিবাহিত করে থাকেন তাহলে হয়তো আপানার স্মৃতি কিছুটা হলে আমার ভেসে উঠবে আপনার হৃদয় আকাশে।

০৫ মে - ২০২০ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪