আঁধার রাতে হাটছি একা
লাগছে দারুন ভঁয়
পথ ভ্রান্ত হই যদি আজ
হৃদয়ে সংশয়!
ভ্রান্ত মনে ক্লান্ত দেহে
চলছি পথে একা
পথটা যেন হচ্ছে না শেষ
পাইনা আলোর দেখা !
হঠাট যেন এক ঝটিকায়
মারল আমায় টান
বুঝে উঠার আগেই আমার
কেড়ে নিল মান!
ঝোপের পাশে আঁধার রাতে
আমার দেহের তঁরে
পড়ল উড়ে রাক্ষাস রাজ
চিন্ন ভিন্ন করে!
চাইছি ক্ষমা আঁধার রাতে
ব্লছি তুই থাম!
নিমিষে শেষ হয়ে গেল
নেই জীবনের দাম!
দেখবি কি আর এই কোলাহল
দেখব কি আর ভুবন
ভ্রান্ত হল হৃদয় আমার
নষ্ট তনু-মন!
নষ্টা আমি বলে যদি
প্রশ্ন তারা তোলে!
তুমি কি মা নেবে আমায়
তোমার মায়ার কোলে?