ছায়াসঙ্গী

শূন্যতা (অক্টোবর ২০২০)

Zarif
  • ৬০
তারা বলতো, শূন্যতা বিধ্বংসী পারমাণবিক বোমার মতো
সব অর্জন মুহূর্তেই ধ্বংস করে দেয়,
তারা বলতো, শুন্যতা শহরজুড়ে নেমে আসা তুষারের মতো
জীবন্ত শহরটাকে লাশঘর বানিয়ে দেয়।
আজ নির্বাক আমি, শূন্যতা আমার শিরায় শিরায়।
নাহলে কেন আমি প্রার্থনা করি-
কেন আজ এত মিনতি
শুধু দুটো উষ্ণ হাতের জন্য?
যখন আমি নিজেকে ছাড়িয়ে যাবো,
ভেঙ্গেচুড়ে আবার গড়বো-
তখন সেই দুটি হাত আমায় ধরবে,
বলবে- এইতো আরেকটু বাকি।

আজ নিঃস্ব আমি, শূন্যতার বৃত্তে বন্দি।
নাহলে কেন আমি প্রার্থনা করি-
একটা শক্ত আলিঙ্গনের জন্য?
এতটা শক্ত যেন দুটো হৃৎস্পন্দন এক হয়ে যায়
আর আমি শুনতে পাই-‘তোমার জন্য অপেক্ষা করছি, এত কিসের ভয়?
আমার মাঝে রেখেছি তোমায়, এ হৃদয় শুধু তুমিময়।’

আজ দিশেহারা আমি, শূন্যতা আমার ছায়াসঙ্গী।
যদিও জানি, অচেনা পথটুকু আমাকেই হাঁটতে হবে-
তবু যদি কেউ দাঁড়িয়ে থাকতো পথের শেষপ্রান্তে
এক ফোঁটা জীবনীশক্তি নিয়ে!
জানো- কখন একজন পথিকের পরাজয়?
যখন সে হারিয়ে ফেলা পথটা আর খুঁজতে না চায়।
তোমরা জানো না আমি কত অসহায়!
এই পথ জুড়ে শুধু শূন্যতা আর শূন্যতা।
অনাচারে লিপ্ত পৃথিবীতে আমি নির্জন,
সবাই ভাবে আমি কঠোর-সাহসী-বীর্যবান।
তবে জেনে রেখো- দিনের আলোতে শিকারী পাখিটিও দিনশেষে আশ্রয় খোঁজে,
শূন্যতা তার সঙ্গী জেনেও কোমল স্পর্শে চোখ বুজে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

শুন্যতা কি কখনো কাটে নাকি সারাজীবন মানুষের সঙ্গী হয়ে থাকে? এর উত্তর কি ? আদোও উত্তর আছে?

২৫ এপ্রিল - ২০২০ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪